অনলাইন ডেস্কঃ বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের অনুমোদন দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান করা হয়েছে গোলাম মোর্শেদ মজুমদারকে।
সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানান।তিনি বলেন, ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো: গোলাম মর্তুজা মজুমদারকে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া আরো দু’জন বিচারক ট্রাইব্যুনালে কাজ করবেন।তিন সদস্যের ওই কমিটির অন্য দুই সদস্য হলেন- হাইকোর্টের বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা জজ মহিতুল হক এনাম চৌধুরী।
Leave a Reply