অনলাইন ডেস্কঃ সারা দেশে কাঁচাবাজারের উত্তাপ লাগামহীনভাবে বেড়ে চলেছে। কোনোভাবেই কমছে না সবজি, মাছ, গোশত ও ডিমের দাম। পাইকারি থেকে খুচরা সবখানেই চড়া দামে কাঁচাবাজার কিনতে গিয়ে ক্রেতাদের ফতুর হওয়ার দশা। ৮০ টাকা কেজির কমে কোনো কাঁচা তরকারি বাজারে পাওয়া যাচ্ছে না। কোনো কোনো স্থানে মাছ ও গোশতের দাম ৩০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। কাঁচামরিচের দাম উঠেছে ৬০০ টাকা পর্যন্ত। ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে সব শ্রেণীর মানুষ। তবে কৃষি কর্মকর্তা বলছেন, বন্যা ও প্রচুর বৃষ্টিপাতের কারণে সবজি উৎপাদন কম হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে।
বাজারগুলোতে বেড়েছে সবজির দাম। এতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। প্রতিটি সবজির কেজি প্রতি দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। গতকাল কালীগঞ্জ বারো বাজার,সাতমাইল বাজার, চৌগাছা বাজারসহ বেশ কিছুু বাজার ঘুরে দেখা যায়, আলু মানভেদে প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকা, কাঁচামরিচ ২৮০ টাকা থেকে ৩০০ টাকা, পেঁয়াজ ১১০, আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ ১০০ থেকে ১০৫ টাকা, বেগুন ১০০ টাকা, শসা ৬০ টাকা, কচু ৮০ টাকা, করলা ১০০ টাকা পটোল ৮০ টাকা ও ঢেঁড়স ৮০ টাকা, কাঁকরোল ৬০ টাকা, মুলা ও মিষ্টি লাউ ৬০ টাকায় বেচাকেনা হচ্ছে।
বাজারে ব্রয়লার মুরগির কেজির দাম ১০ টাকা পর্যন্ত বেড়ে ১৭০ টাকা এবং সোনালি মুরগির কেজিতে একই পরিমাণ দাম বেড়ে ২৬০ টাকায় বেচাকেনা হচ্ছে।
Leave a Reply