অনলাইন ডেস্কঃ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে সাত দিনে ১২৯ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১১ লাখ ৯৯ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।
যে সময়ে বরিশাল বিভাগে ১৬৮ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, এক হাজার ২৬৫ বার বিভিন্ন মাছঘাট, দুই হাজার ৩৪১ বার বিভিন্ন আড়ত ও এক হাজার ৩৭০ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।
আর গত দুই দিনের অভিযানে সাত হাজার ৩০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি সাত কোটি ১৪ লাখ ৭৪ হাজার ৬০০ টাকা মূল্যের ৩৮ লাখ ৭৫ হাজার ১০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।এছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে এক লাখ পাঁচ হাজার ২০০ টাকা আয় হয়েছে।
মৎস্য বিভাগের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ থাকছে।
Leave a Reply