অনলাইন ডেস্কঃলজ্জায় ডুবল ম্যানচেস্টার সিটি।শনিবার ঘরের মাঠ ভাইটালিটি স্টেডিয়ামে ইতিহাস গড়ে বোর্নমাউথ। চারবারের লিগ চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারায় তারা। অথচ এর আগে দুই দলের লড়াই ছিল একপক্ষীয় দ্বৈরথ৷ যেখানে সিটির কাছে পাত্তাই পায়নি স্বাগতিক দলটা।এর আগে দুই দলের সর্বশেষ ১৪ ম্যাচের সব কটিতেই জয়ী দলের নাম ছিল সিটি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির বিপক্ষে টানা ২১ ম্যাচে জয়ের দেখা পায়নি বোর্নমাউথ। তবে সব হিসাবই যেন আজ পাল্টে দিয়েছে দলটা।
ঘরের মাঠে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে বোর্নমাউথ। তারই ধারাবাহিকতায় খেলার ৯ মিনিটেই দলকে এগিয়ে দেন অ্যান্টোইন সেমেনিও। কেরকেজের পাস থেকে দারুণ এক গোল করেন সেমেনিও।
শনিবার ঘরের মাঠ ভাইটালিটি স্টেডিয়ামে ইতিহাস গড়ে বোর্নমাউথ। চারবারের লিগ চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারায় তারা। অথচ এর আগে দুই দলের লড়াই ছিল একপক্ষীয় দ্বৈরথ৷ যেখানে সিটির কাছে পাত্তাই পায়নি স্বাগতিক দলটা।এর আগে দুই দলের সর্বশেষ ১৪ ম্যাচের সব কটিতেই জয়ী দলের নাম ছিল সিটি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির বিপক্ষে টানা ২১ ম্যাচে জয়ের দেখা পায়নি বোর্নমাউথ। তবে সব হিসাবই যেন আজ পাল্টে দিয়েছে দলটা।
ঘরের মাঠে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে বোর্নমাউথ। তারই ধারাবাহিকতায় খেলার ৯ মিনিটেই দলকে এগিয়ে দেন অ্যান্টোইন সেমেনিও। কেরকেজের পাস থেকে দারুণ এক গোল করেন সেমেনিও।
Leave a Reply