অনলাইন ডেস্কঃসরকারের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সংস্কার কাজ দৃশ্যমান হলেই বহুল কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচনই চূড়ান্ত লক্ষ্য এবং সরকার চায় যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন হোক।এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।রিজওয়ানা হাসান বলেন, উপদেষ্টা পরিষদের সভায় বৈঠকে কোনো সংগঠনকে নিষিদ্ধ করার বিষয়ে কোনো আলোচনা হয়নি। কারণ একটি সংগঠন ও একজন ব্যক্তির দায়, এই দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে।
Leave a Reply