আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পূর্বপরিকল্পনা মূল্যায়ন করছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার সকালে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০ জানুয়ারি শপথ অনুষ্ঠানের আগেই ইরানের ক্রমবর্ধমান পারমাণবিক কর্মসূচী বন্ধ করার জন্য গৃহীত পূর্বপরিকল্পনা মূল্যায়ন করছে ট্রাম্প প্রশাসন।
ডব্লিউএসজে-এর মতে, যদি ওই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়, তাহলে তেহরানের সাথে মার্কিন কূটনীতি ও নিষেধাজ্ঞা নীতিতে কিছুটা পরিবর্তন ঘটবে।প্রতিবেদনে আরো বলা হয়েছে, ট্রাম্প যেহেতু পূর্ব পরিকল্পনার মূল্যায়ন করছে, তাই ধারণা করা হচ্ছে যে নতুন ট্রানজিশন টিম ওই বিকল্পটি অন্বেষণ করছে।গণমাধ্যমটি জানিয়েছে, ট্রানজিশন টিম বাশার আল আসাদ সরকারের পতনের পরের সিরিয়ার পরিস্থিতিও পর্যালোচনা করছে। তারা এই পর্যবেক্ষণের মধ্য দিয়ে এই অঞ্চলে মার্কিন বাহিনীর সম্ভাব্য করণীয় নির্ধারণ করছে।
সূত্র : জেরুসালেম পোস্ট ও টাইমস অব ইসরাইল
Leave a Reply