মহব্বত আলী, চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন পর্যায়ের কর্মী সম্মেলন শুরু হয়েছে। যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন সহ ৪টি সফলভাবে সম্পন্ন হয়েছে। কোরআন তেলেওয়াতে মাধ্যমে কর্মী সম্মেলন শুরু হয়। কোরআন তেলেওয়াত করেন, মাওলা তরিকুল ইসলাম। চুড়ামনকাটি, হৈবতপুর, কাশিমপুর ও দেয়াড়া সহ ৪টি ইউনিয়ন। চুড়ামনকাটি ইউনিয়ন সম্মেলন শুরু হয় মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময়। চুড়ামনকাটি জামায়াতে ইসলামী অফিসে সম্মেলন হয়। সম্মেলনে ২ বছরের জন্য আমীর হিসাবে নিযুক্ত হয় সাইফুল ইসলাম ও সেক্রেটারী হিসাবে সাইফুদ্দিন। হৈবতপুর ইউনিয়নে আছরের নামাজের পর বারীনগর আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়াম রুমে সম্মেলন হয়। আমীর হিসাবে নিযুক্ত হয় মাষ্টার আমীর হুসাইন ও সেক্রেটারী হিসাবে ইলিয়াস কবির। কাশিমপুর ইউনিয়নে মাগরিবের নামাজের পর কর্মী সম্মেলন শুরু হয়। কাশিমপুর ইউনিয়নে আমীর হিসাবে নিযুক্ত হয় ইউসুফ আলী ও সেক্রেটারী হিসাবে জুবায়ের আহম্মেদ। দেয়াড়া ইউনিয়নের আমীর হিসাবে নিযুক্ত হয় ডাঃ হাসানুজ্জামান।
কর্মী সম্মেলনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলার জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আশরাফুল ইসলাম, সদর উপজেলার সেক্রেটারী অধ্যাপক আব্দুল হক, সহকারী সেক্রেটারী আরিফুর রহমান কল্লোল, সহকারী সেক্রেটারী করিম উদ্দীন আহম্মেদ, তারবীয়াত সেক্রেটারী মাওলানা আব্দুল জলিল, বায়তুল মাল সম্পাদক আব্দুর রহিম, শিক্ষা বিষয়ক সম্পাদক শহিদুর রহমান, আমিনুর রহমান, জাকির হোসেন, থানা সুরা সদস্য মাওলানা সামিউল ইসলাম, সুরা সদস্য ও জামায়াতে ইসলামীর চুড়ামনকাটির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর সিদ্দিকী প্রমূখ।
থানা আমীর আশরাফ আলী বলেন, আমরা দীর্ঘদিন সৈরাচর সরকারের অত্যাচার, নির্যাতন জেল জুলুম হত্যা সহ গুমের মতো ঘৃর্নিত ভয়ে আতংকিত ছিলাম। ছাত্র জনতার আন্দোলনের সৈরাচার সরকারের পতনের ফলে শুধু মাত্র জামায়াতে ইসলামী নয় বাংলার সাধারণ মানুষ বলতে ও চলতে পারছে। তাই আগামীতে আর কোন সৈরাচারী সরকার যেন ক্ষমতায় না আসে সেদিকে শুধুমাত্র জামায়াতী ইসলামীই সজাগ হলে হবে না। বাংলাদেশের প্রতিটা মানুষকে এদিকে নজর দিতে হবে। যেন ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের নাগরিক হিসাবে কেউ তার অধিকার থেকে বঞ্চিত না হয়।
Leave a Reply