1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (এআইপিএস) তালিকায় তৃতীয়বারের মতো বর্ষসেরা ফুটবল দল নির্বাচিত হয়েছে দুনিয়া দেখা বিশ্বজয়ী দল আর্জেন্টিনা।

  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ১৪ বার

ক্রীড়া ডেস্ক: কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে শিরোপার খরা কেটে ওঠেছে আকাশিরা। অধরা স্বপ্নটা হাতের মুঠোয় এসে ধরা দিল মেসিদের। দুনিয়া দেখা বিশ্ব জয়ের পর থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। ২০২৪ সালেও কোপা আমেরিকার শিরোপা জিতে নেন তারা। সদ্য শেষ হওয়া বিশ্বকাপ বাছাইয়েও চমক দেখিয়েছে মেসি ও মার্টিনেজরা।

ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ইন্টারন্যাশনাল কাপ জেতা রিয়াল মাদ্রিদকে হারিয়ে ২০২৪ সালেও সেরা হয়েছে টিম আর্জেন্টিনা।ক্রীড়াঙ্গনের সাংবাদিকদের নিয়ে গঠিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান এআইপিএস। বিশ্বের ১১১টি দেশের ৫১৮ জন সাংবাদিক নিয়ে একটি ভোটিং প্যানেল আছে সংস্থাটির।

ওই প্যানেলে থাকা সাংবাদিকদের ভোটে জয়ী হয়েই এ স্বীকৃতি অর্জন করেছে বিশ্বজয়ী আর্জেন্টিনা।সেরাদের তালিকায় ৫৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছে আর্জেন্টিনা। ৫৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইউরো জয়ী স্পেন। এ ছাড়াও ৫৩২ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ।

ফুটবলের মাঠে টিকে থাকার রেসে দুর্দান্ত পারফর্মে ২০২৪ সালটা কেটেছে আর্জেন্টিনার। গেল জুলাইয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার শিরোপা জিতে নেয় আলবিসেলেস্তারা। এ নিয়ে ১৬তম শিরোপা জিতে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড করেছিল আর্জেন্টিনা।লাতিন আমেরিকা ২০২৬ বিশ্বকাপ আঞ্চলিক বাছাইয়েও ছিল অদম্য। বাছাই পর্ব শেষে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে বছর শেষ করেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

এছাড়া এআইপিএস ঘোষিত পুরুষ ক্যাটাগরিতে বর্ষসেরা অ্যাথলেটের পুরস্কার জিতেছেন সুইডেনের পোল ভল্টার আরমান্ড ডাপলেনটিস। নারী ক্যাটাগরিতে এই পুরস্কার জিতেছেন আমেরিকার জিমন্যাস্ট সিমনে বাইলস।এআইপিএসের বর্ষসেরা ১০ দল১.আর্জেন্টিনা পুরুষ জাতীয় ফুটবল দল (৫৭৯ পয়েন্ট)। ২. স্পেন পুরুষ জাতীয় ফুটবল দল (৫৫৩ পয়েন্ট)।

৩. রিয়াল মাদ্রিদ পুরুষ ফুটবল ক্লাব (৫৩২ পয়েন্ট)। ৪. যুক্তরাষ্ট্র পুরুষ বাস্কেটবল দল (৩৬০ পয়েন্ট)। ৫. বার্সেলোনা নারী ফুটবল ক্লাব (২৭৮ পয়েন্ট)। ৬. ইতালি নারী জাতীয় ভলিবল দল (২১৯ পয়েন্ট)। ৭. বোস্টন সেলটিক্স বাস্কেটবল দল (১৮৪ পয়েন্ট)। ৮. যুক্তরাষ্ট্র নারী জিমন্যাস্টিকস দল (১৭২ পয়েন্ট)। ৯. ম্যানচেস্টার সিটি পুরুষ ফুটবল ক্লাব (১৭০ পয়েন্ট)। ১০. ডেনমার্ক পুরুষ জাতীয় হ্যান্ডবল দল (১৬৫ পয়েন্ট)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews