1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন

ঝিনাইদহে গরুর গাড়ির দৌড় প্রতিযোগীতা মাঠে মানুষের ঢল

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ১৩ বার

মিশন আলী স্টাফ রির্পোটার  ঝিনাইদহ ॥

ঝিনাইদহের সদর উপজেলার বেতাই চন্ডিপুর ভবানীপুর গ্রামের মাঠে ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আমন মৌসুমের ধান কাটার পর ফাঁকা মাঠে প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের বেশ কয়েকটি জেলা থেকে আসা কমপক্ষে ২০ টি দল এ প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। (১ই জানুয়ারী)বুধবার সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগীতার উদ্বোধন ঘোষনা করেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাড এ মজিদ।

বৃহস্পতিবার সরেজমিনে গেলে দেখা যায়, সকাল থেকে ফাঁকা মাঠের হাড় কাঁপুনী শীত উপেক্ষা করে হাজার হাজার মানুষ প্রতিযোগিতা দেখার জন্য বিস্তর এ মাঠটিতে ভিড় জমিয়েছে। এ প্রতিযোগীতাকে কেন্দ্র করে এ এলাকার গ্রামগুলোতে চলছে উৎসবের আমেজ। নারী, পুরুষ, শিশু সব বয়সী মানুষ উৎসাহ নিয়ে মাঠে উপস্থিত হয়েছেন। কমতি ছিল না দূর-দূরান্তের মানুষের উপস্থিতিও। এ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতার মাঠে ভরে গেছে অস্থায়ী দোকানপাটে। শিশুদের জন্য বিভিন্ন রাইডস ও নাগরদোলা শিশুদের জন্য বাড়তি আকর্ষন সৃষ্টি করে।

শরিফুল ইসলাম নামে এক দর্শক জানান, তিনি ছোট ছেলেকে নিয়ে প্রতিযোগিতা দেখতে এসেছেন। এর আগেও বিভিন্ন মাঠে এ প্রতিযোগিতা দেখেছেন। কিন্তু সন্তানকে দেখানোর জন্য এই মাঠে এসেছেন। এই খেলা এখন হারিয়ে যাচ্ছে।

আয়োজক কমিটির অন্যতম সদস্য গোলাম সরোয়ার জানান, এখন অধিকাংশ জমি ত্রি-ফসলিতে পরিণত হওয়ায় মাঠ ফাঁকা পাওয়া যায় না। সেই কারনে এ প্রতিযোগিতা এখন তেমন একটা দেখা যায় না। গ্রামের মানুষের বিনোদন দিতে এই আয়োজন করা হয়েছে। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে আগামীতে ২ দিন ব্যাপি এ প্রতিযোগীতর আয়োজন করা হবে।

এবারের প্রতিযোগিতায় মোট ২৪ টি দল আসে। এরমধ্যে ২০টি দল অংশ গ্রহন করে। এর মধ্যে মহেশপুরের কুরবান আলী প্রথম ও নুরু মিয়া যৌথভাবে দ্বিতীয় আর যশোরের বাঘারপাড়ার উপজেলার ওয়ালিদ ও শহিদুল ৩য় স্থান লাভ করেন।

প্রথম স্থান অর্জনকারীকে একটি গরু, ২য় স্থান অর্জনকারীকে ছাগল ও ৩য় স্থান অর্জনকারীকে একটি বাইসাইকেল উপহার দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews