নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা:
নেছারাবাদে নানা বাড়িতে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মোসাঃ হুমায়রা (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে স্বরূপকাঠি – পিরোজপুর সড়কের জলাবাড়ি ইউনিয়নের কামারকাঠি এলাকার তালতলা নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। হুমায়রা উপজেলার দক্ষিণ পূর্ব সোহাগদল গ্রামের পারভেজ মিয়ার মেয়ে।
জলাবাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল আমিন লিটন জানান, শুক্রবার সন্ধ্যার দিকে ওই শিশুটি সড়ক পারাপারের সময় জলাবাড়িগামী একটি ব্যাটারী চালিত রিক্সা (বৌ গাড়ি) শিশুটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি ছিটকে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দায়িত্বরত চিকিসক ডা. নাজমুল হাসান মাসুদ খান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।
Leave a Reply