1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন

কাউখালী সোনাকুর  মৃৎশিল্প কারিগররা ঘুরে দাঁড়াতে চায়।। আধুনিক মেশিনের অভাবে  চলছে দুর্দিন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ২৫ বার

এনামুল হক, 

পিরোজপুরের কাউখালী আমরাজুরি ইউনিয়নের সোনাকুর ও কাউখালী সদর ইউনিয়ন পালবাড়ি মৃৎশিল্পের জন্য একসময় অনেক পরিচিত ছিল। এখানে দূর দুরন্ত থেকে এমনকি দেশ-বিদেশ থেকেও পাল বাড়ি পালদের নিজের হাতে তৈরি করা  মৃৎশিল্পের মালামাল  নিতে আসতো পাইকারি ব্যবসায়ীরা ।  এই জায়গায় উৎপাদিত মাটির বিভিন্ন মালামালের  চাহিদা ছিল অনেক । দেশের বিভিন্ন জেলা ঝালকাঠি, বাগেরহাট, কুমিল্লা, খুলনা,পটুয়াখালী,বরিশাল বরগুনা সহ বিভিন্ন  জেলা থেকে  আসতো মাটির তৈরি হাড়ি, পাতিল, চাড়ি, শরা,টালি, পাটা, রসের হাড়ি, পানির কলস, দদির বাটি, মাটির কাপ সহ বিভিন্ন প্রকার  মালামাল  নেওয়ার জন্য । হাতের  তৈরি করা মৃৎশিল্পের কারিগরদের ছিল অনেক জনপ্রিয়তা। এই সমস্ত বিষয় আজ যেন পুরনো ইতিহাস মাত্র।
কারণ নদী ভাঙ্গনে পাল সম্প্রদায়কে নিঃস্ব করে দিয়েছে। মালামালের মূল্বৃ দ্ধি শ্রমিকের সংকট সহ নানান দৈন্যতায় দিশেহারা এই সম্প্রদায় টি। উপজেলার সোনসকুর গ্রামেই প্রায় দের শতাধিক পরিবার মাটি দিয়ে বিভিন্ন প্রকার হাড়ি পাতিল তৈরি করত। সন্ধ্যা নদীর ভাঙ্গনের মুখে সোনাকুর পাল বাড়ির প্রায় শতাধিক বসত বাড়ি ঘর নদী গ্রাস করে নিয়েছে। যে কারণে অনেকে ভূমিহীন হয়ে অন্য কোন কাজ না জানায় পারি জমিয়েছে অন্যত্র। যারা দূরে যেতে পারেনি তারা বিভিন্ন আশ্রয়নে সরকারি ঘরে মাথা গোজার ঠাই করে নিয়েছে। যেখানে তাদের মৃৎশিল্পের কাজ করার পরিবেশ তৈরি করতে না পারায় অন্য পেশা বেছে নিয়েছেন। যার ফলে  সংকুচিত হয়ে পড়েছে পালবাড়ির মাটির তৈরি মালামাল উৎপাদন।  সরজমিনে  উপস্থিত হয়ে অনেকের সাথে কথা হয়। এ সময় তারা তাদের মানবিক জীবন যাপনের বিষয় জানান।
সনজিৎ পাল জানান এখানে বর্তমানে ২০ থেকে ২৫ টি পরিবার এই শিল্পের সাথে জড়িত আছে। আগে মাটির তৈরি মালামালের একটি পুইন পুড়তে ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ করে ২০থেকে ৪০ হাজার টাকা বিক্রি করা যেত। আজ সেই একই মালামাল উৎপাদন করতে আগের চেয়ে দ্বিগুণ খরচ হয়।
একটি বড় পুইন পুড়তে প্রায় ৮০ /৯০ হাজার টাকা খরচ করে  বিক্রি করলে ৯০ থেকে ১ লক্ষ টাকার বেশি বিক্রি করা যায় না।  এই ১০ হাজার টাকা লাভ করতে যে সময় এবং শ্রম ব্যয় করতে হয় তা থেকে ছেলে মেয়েদের লেখাপড়া সহ
ডালভাত খেতেও কষ্ট হয় পাল সম্প্রদায়ের।
যে কারণে অনেকেই পেশা বদল করে অন্য কাজের দিক ঝুকছে। অর্থ সংকটের  কারণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারছেন না।
বাপ দাদা আমলের হাতে ঘুরানো চাকা দিয়েই তৈরি করতে হয় মাটির তৈরি হাড়ি পাতিল সহ অন্যান্য মালামাল। এতে একদিকে সময় ব্যয় হয় অপরদিকে উৎপাদন খরচ বৃদ্ধি পায়।
যার ফলে অতিরিক্ত খরচ এবং উৎপাদন কম হওয়ায় পিছিয়ে পড়ছেন পাল সম্প্রদায়টি।
এদের দীর্ঘদিনের দাবি ছিল, নদী ভাঙ্গন কবলিত এলাকায় মৃৎশিল্প কারিগরদের পূর্নবাসনের জন্য আধুনিক মেশিন প্রদান করে তাদেরকে পূর্নবাসনের উদ্যোগ গ্রহণ করার।
এব্যাপারে রুহিদাস পাল বলেন তাদের দাবির ফলে কয়েক বছর আগে  মৃৎশিল্প কারিগর রমেন পাল  ও শংকর পাল সহ ৫জনকে পরীক্ষামূলক ভাবে  আধুনিক পটাই মেশিন  স্থাপনের জন্য প্রত্যেককে নগদ ৫  হাজার টাকা  জেলা প্রশাসন প্রদান করেছিল এবং জানিয়েছিলেন পর্যায়ক্রমে সকলকে আধুনিক মেশিন ও পূর্নবাসনের ব্যবস্থা করা হবে।অথচ আজ পর্যন্ত আমাদের আর কেউ খোঁজ রাখে না।
সুবিধাভোগী রমেন পাল  বলেন অনেক সময় শারীরিক অসুস্থতার কারণে চাকা ঘুরনো পদ্ধতিতে কাজ করতে পারতেন না, যে কারণে তাদের সংসারের নানা সংকট দেখা দিত।  ফলে অর্ধাহারে অনাহারে দিন যাপন করতে হতো । সরকারিভাবে আধুনিক পটাই মেশিন পেয়ে কয়েক গুণ বেশি মাল তৈরি করতে পারেন।
শংকর পাল বলেন আধুনিক পদ্ধতিতে পটাই মেশিন দিয়ে বিভিন্ন ডিজাইনের মাল তৈরি করতে এখন আর কোন সমস্যা হয় না। মাটির তৈরি ভালো ডিজাইনের প্লেট,গ্লাস, হারি,পাতিলের প্রচুর  চাহিদা আছে। কাউখালির তৈরি মাটির গ্লাস বাটি দই  এর কাপ, জালের পাটা এবং গাছের টপ টালির প্রচুর চাহিদা রয়েছে। পাড়েরহাট, স্বরূপকাঠি, রায়েন্দ, মঠবাড়িয়া, চরদোয়ানি এই সমস্ত এলাকায় মাছ ধরার জন্য কাউখালীর পাটার অনেক চাহিদা রয়েছে । আধুনিক মেশিন না থাকার কারণে  উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এ সমস্ত মালামাল তৈরি করে সরবরাহ করা সম্ভব হচ্ছে না। সবাই যদি এই পটাই মেশিন পায় তাহলে আবার আগের মতই মৃৎশিল্পের প্রসার ঘটবে বলে দাবি করেন পাল সম্প্রদায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন বিষয়টি তিনি অবগত আছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে  অভিজ্ঞ কয়েকজনকে আধুনিক মেশিন দেওয়া হয়েছে, অভিজ্ঞদের পর্যায়ক্রমে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews