1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

কোটচাঁদপুরে বয়লার বিস্ফোরনে দুই শ্রমিক নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ১৪ বার

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি।।

ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ রিফাইন কারখানার বয়লার বিস্ফোরণে দুইজন শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন। নিহত রাম ও মিল্টনের বাড়ি একই উপজেলার সিঙ্গীয়া গ্রামে। আহতদের মধ্যে আলমগীরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ( ১৪ জানুয়ারি ) বিকালে উপজেলার বলুহর বাসস্ট্যান্ড সংলগ্ন আদর্শপাড়াতে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার মিজানুর রহমানের ডিজাইন কারখানার ব্রয়লারে কাঠ দিয়ে তাপ দেওয়া হচ্ছিলো। হঠাৎ সেইটি বিস্ফোরণ হয়ে যায়। এতে ওই কারখানার শ্রমিক মিল্টন হোসেন ও রাম বিশ্বাস ঘনাস্থলেই মারা যায়। আহত হয় আরও দুইজন শ্রমিক । তাদেরকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোরে পাঠানো হয়।

নিহতদের মধ্যে মিল্টন উপজেলার সিঙ্গিয়া গ্রামের ওমর আলীর ছেলে ও রাম একই গ্রামের শ্রিরাম মল্লিকের ছেলে ।খবর পেয়ে দমকল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ বিষয়ে কোটচাদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাদের সহযোগিতায় নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কি ভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি আরও জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews