
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৫ জানুয়ারি সকালে থানা হল রুমে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সোলাইমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ – কাউখালী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা।
অনুষ্ঠানের উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জিয়াউল হাসান নিক্সন , উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মোঃ আলী হোসেন হাওলাদার, উপজেলা বিএনপি’র সিনিয়র নেতা শাহ ইমরান ফারুক, কাউখালী এস বি সরকারী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান, যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার , সদস্য সচিব শরিফুল আজম সোহেল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন, বিএনপি নেতা মনির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার সেক্রেটারি মোঃ আরাফাতুর রহমান কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক প্রমুখ।
অনুষ্ঠানের বক্তারা মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ,সন্ত্রাস, জঙ্গিবাদ,প্রসঙ্গে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এবং বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক দাবি করে বিভিন্ন মতামত প্রদান করেন বক্তারা।
এ সময় প্রধান অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার বলেন, পুলিশ জনতার, জনতাই পুলিশ। স্লোগানকে বাস্তবায়ন করারতে এবং অপরাধ দমনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সব ধরনের সহযোগিতা কার দাবি জানান। তিনি সকলকে আশ্বস্ত করেন পুলিশ জনতার।পুলিশ সব সময় জনতার পাশে থাকবে বলে দাবি করেন।
Leave a Reply