কোটচাঁদপুরে (ঝিনাইদহ )সংবাদদাতা।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে জামাত নেতা হত্যা মামলার আসামী এক সময়ের পুলিশের কথিত সোর্স ও ব্যাবসায়ি কাওসার আলীকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। গেলো রাতে তার নিজ বাড়ি চাদ পাড়া থেকে ধরে নিয়ে পার্শ্ববর্তি রেল গেইটে পিটিয়ে, শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও দু পায়ের রগ কেটে হত্যা করে দুর্বৃত্তরা।নিহত কাওসার আলী চাদপাড়া গ্রামের মৃত লুৎফর লস্করের ছেলে।
পরিবারের সদস্যরা অভিযোগ করে জানায়, গেল রাত ১২ টার দিকে ১৫/২০ মুখোশধারী লোক তার বাড়িতে এসে জোরপুর্বক তুলে নিয়ে যায়। পরে বাড়ির পাশের রেলগেটে পিটিয়ে ও কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরিবারের সদস্য টের পেয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করে।
স্থানীয়রা জানায়, কাওসার বিগত সরকারের আমলে পুলিশের সোর্স হিসাবে কাজ করতো।
এ বিষয়ে কোটঁচাদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, পুলিশ কাউসারের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে ময়নাতদন্ত করতে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিন্থ আছে। তার পায়ের রগও কাটাসহ অনেক জখম রয়েছে। বাকিটা চিকিৎসক জানাতে পারবে। তবে পুলিশের সোর্স বিষয়টি অস্বীকার করে আরও জানান,
কোটচাঁদপুরের জামায়াত নেতা এনামুল মাস্টার হত্যা মামলার অন্যতম আসামী ছিলেন কাওসার আলী ।থানাতে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply