স্টাফ রিপোটার, ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ৪ দলীয় টি ২০ ক্রিকেট টুর্ণামেন্টে কোয়াব ঝিনাইদহকে ৩৬ রানে পরাজিত করে কালীগঞ্জ ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার দুপুর ২ টায় শহরের সরকারী নলডাঙ্গা ভূষন হাইস্কুল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলে শেষে কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এ সময়, খেলোয়াড়, কর্মকর্তা, ক্রিড়ামোদীসহ স্থানীয় সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দুপুরে টসে জিতে কালীগঞ্জ ক্রিকেট একাদশের অধিনায়ক হাসিব ব্যাট করার সিদ্ধান্ত নেন। ব্যাট হাতে তারা খানিকটা আক্রমাত্মক খেলা শুরু করে। কিন্ত প্রতিপক্ষের টাইট বোলিংয়ে ব্যাটসম্যানরা খুব একটা বড় স্কোর করতে পারেনি। তবে দলের অধিনায়ক হাসিব ৪৬ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান বাধনের ৬৫ রানের ওপর ভর করে তারা মোট ১৫৫ রান করতে সক্ষম হন। পরে ১৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে তারা সব কটি উইকেট হারিয়ে মোট ১২৯ রান করেন। অর্থাৎ ২৯ রানে পরাজিত হয়ে তারা মাঠ ছাড়েন।
এ ফাইনাল খেলায় কালীগঞ্জ একাদশের বাধন সর্বোচ্চ ৬৫ রান করায় তিনি ম্যান অফ দ্য মাচ নির্বাচিত হন। এদিকে বাধনের এ টুর্ণামেন্টে সর্বোচ্চ ১৭৭ রান করায় তিনি সেরা খেলোয়াড়ের পুরষ্কারও লাভ করেন। পরে কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও অন্যান্য পুরষ্কার তুলে দেন।
এদিকে শনিবার সকাল ৯ টায় কালীগঞ্জের গাজীর বাজার হাইস্কুল মাঠে ৮ দলীয় কে.সি.এল ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ অনুরুপ টি ২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষনা করেন।
এ সময় উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, পাশর্^বর্তী মাগুরার জেলার ধনেশ^রগাতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইছাহক মল্লিক, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠুসহ এলাকার ক্রিড়ামোদী, ক্রিকেট কর্মকর্তাসহ এলাকার সূধীজনেরা উপস্থিত ছিলেন। খেলায় মাগুরার একতা স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন ও পিপরুল ক্রিকেট একাদশ রানার্সআপ হয়। খেলা শেষে কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলেদেন।
Leave a Reply