নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা ।।
নেছারাবাদে মাদক অভিযানে আল আমিন (৩৫) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৯ জানুয়ারী) রাত ৯টার দিকে স্বরূপকাঠী পৌর শহরের ১নং ওয়ার্ডের আচার্য্য বাড়ী এলাকা থেকে ২শ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
আল-আমিন উপজেলার কামারকাঠী গ্রামের মৃত আব্দুল হাকিম এর ছেলে। পুলিশ মাদক আইনে মামলা দিয়ে সোমবার সকালে আদালতে প্রেরন করেছে।
তথ্য নিয়ে জানা যায়, নেছারাবাদ থানা পুলিশ রাত্রীকালিন ডিউটিতে বের হয়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পৌর শহরের মধ্যে অবৈধ মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় হইতেছে। ঘটনাস্থলে পুলিশ হয়ে উপস্থিত আল-আমিনের পকেটে থাকা অবৈধ ২শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ধৃত করে থানায় নিয়ে আসে।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. বনি আমিন জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। আসামীকে মাদক আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply