স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) :
ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ছিক্স এ সাইড ক্রিকেট টুর্ণামেন্টে সাইফুল ইসলাম ফিরোজ একাদশ – দ্য ইলেভেন গ্লাডিয়েটরস ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। শহরের ঐতিহ্যবাহী নলডাঙ্গা ভূষন হাইস্কুল মাঠে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০ টায় কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা উড়িয়ে এ টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষনা করেন।
উদ্বোধনী খেলায় টেকব্যাক বাংলাদেশ মোকাবেলা করে বাকুলিয়া অরিয়সক্লাবকে। এ খেলায় বাকুলিয়া অরিয়সক্লাব জয়লাভ করে। পরে ইনকিলাব ক্রিকেট একাদশকে হারিয়ে বানুড়িয়া ক্রিকেট একাদশ জয়ী হয়। দিনের ৩য় খেলায় দ্য ইলেভেন গ্লাডিয়েটরস মরহুম মাস্টার সিরাজুল ইসলাম স্মৃতি ক্রিকেট একাদশকে পরাজিত করে পরের রাউন্ডে ওঠে। সর্বশেষ গ্রুপ পর্যায়ের শেষ খেলায় দামোদরপুর ক্রিকেট একাদশকে পরাজিত করে সাইফুল ইসলাম ফিরোজ ক্রিকেট একাদশ। এরপর সেমিতে উঠা ৪ দলের মধ্যে প্রথম সেমিতে দ্যা ইলেভেন গ্লাডিয়েটরস -বাকুলিয়া অরিয়সক্লাবকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। অপর দিকে ২য় সেমি ফাইনালে সাইফুল ইসলাম ফিরোজ ক্রিকেট একাদশ বানুড়িয়া ক্রিকেট একাদশকে পরাজিত করে ফাইনালে ওঠে।
এরপর সাইফুল ইসলাম ফিরোজ ক্রিকেট একাদশ ও দ্য ইলেভেন গ্লাডিয়েটরসের মধ্যে ফাইনাল খেলায় টসে জিতে সাইফুল ইসলাম ফিরোজ একাদশের অধিনায়ক ব্যাট করার সিদ্ধান্ত নেন। ব্যাট হাতে মাঠে নেমে দলটির উদ্বোধনী জুটি বেধড়ক পেটাতে থাকেন। সর্বশেষ তারা নির্ধারিত ৫ ওভারে ৬৭ রান করে। জবাবে দ্য ইলেভেন গ্লাডিয়েটরস ক্লাবের ব্যাটসম্যানরাও সমানে জবাব দিতে থাকে। কিন্ত পর পর তাদের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান আউট হওয়ার পর তারা কিছুটা খেই হারিয়ে ফেলে। এ সুযোগে সাইফুল ইসলাম ফিরোজ একাদশের বোলারদের মারাত্মক বোলিংয়ে বাকি ব্যাটসম্যানদের অসহায় হয়ে পড়ে । সর্বশেষ নির্ধারিত ৫ ওভারে মাত্র ৪৬ রান করতে সক্ষম হন তারা। কাজেই সাইফুল ইসলাম ফিরোজ একাদশ ২১ রানের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ডা, নুরুল ইসলামের সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠান শুরু হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এ সময় প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ রানার্স আপ দলের হাতে একটি ২১ ইঞ্চি টেলিভিশন ও চ্যাম্পিয়ন দলের হাতে একটি তরতাজা বড় ছাগল তুলে দেন।
Leave a Reply