1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

ঝিনাইদহে শোয়াইবনগর কামিল মাদরাসায় কম্পিউটার প্রশিক্ষণের নামে অশ্লীল কর্মকাণ্ড, শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন অধ্যক্ষের পদত্যাগ মুল হোতা সুবীর অধরা

  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৫ বার

স্টাফ রিপোটার,ঝিনাইদহ ।।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শোয়াইব নগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদাকে নিজ অফিস কক্ষে ৪ ঘন্টা অবরুদ্ধ রেখে পদত্যাগ পত্রে স্বাক্ষর করে নিয়েছে শিক্ষার্থীরা। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকে। জানা যায়, সিংগী গ্রামের সুবীর কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক তিনি গত ২৪ জানুয়ারি রাতে প্রশিক্ষাণার্থি শিক্ষার্থীদের সাথে অশ্লীল আচরণে লিপ্ত ছিলেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে মাদরাসার শিক্ষার্থীরা আজ সকাল থেকে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানাতে শুরু করে। তাঁরা একত্রিত হয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করে এবং মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে সাত দফা দাবী নিয়ে অনিয়মের প্রতিবাদ আন্দোলনে নামে। শিক্ষার্থীদের দাবি ছিল, অভিযুক্ত প্রশিক্ষক সুবিরের শাস্তি নিশ্চিত করতে হবে এবং এমন অশ্লীল কর্মকাণ্ড মাদরাসায় যাতে আর কখনো না ঘটে, তা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা দাবি করেন যে, মাদরাসা কর্তৃপক্ষ তাঁদের অভিযোগ সঠিকভাবে আমলে নেননি, যার ফলে এই ধরনের ঘটনা ঘটে।

এ সময় কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম মাদ্রাসায় উপস্থিত হয়ে অফিস কক্ষের দরজা খুলতে চেষ্টা করলেও সেটি ব্যর্থ হয়। পরে বাধ্য হয়ে দুপুর ২ টার দিকে জেলা প্রশাসক বরাবর লেখা পদত্যাগ পত্রে স্বাক্ষর করার পর নিজ কক্ষ থেকে বের হয়ে আসেন অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা। এদিকে, স্থানীয় প্রশাসন এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য কাজ করছে। তবে, শিক্ষার্থীদের মাঝে এখনও ক্ষোভ বিরাজ করছে এবং তারা দৃঢ়তার সাথে নিজেদের দাবি আদায়ে অটল রয়েছে।

মাহতাব উদ্দিন কলেজ ছাত্রশিবিরের সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম আহবায়ক হুসাইন আহমেদ বলেন, রাতে এই প্রতিষ্ঠানের একটি ভিডিও আমার কাছে আসে। সকালে ফেসবুকের মাধ্যমে জানতে পারি যে বিভিন্ন দাবি নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে। দুপুর ১২টার দিকে এসে দেখি শিক্ষার্থীরা গেট তালাবদ্ধ করে দেয়। পরে শিক্ষার্থীরা অধ্যক্ষের কাছ থেকে পদত্যাগ পত্রে স্বাক্ষর করিয়ে নিয়েছে।

মাদ্রাসার কামিল বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন জানায়, গত ২৪ জানুয়ারি বহিরাগত কয়েকজন এসে কম্পিউটার ল্যাবে নাচ-গান করেছে। তার একটি ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করেছি। এটা আমরা মানতে পারিনি। এর দায় অধ্যক্ষ এড়াতে পারে না। এছাড়াও বিগত স্বৈরাচার সরকারের সময়ে যতগুলো শিক্ষক নিয়োগ হয়েছে আমরা তার সুনির্দিষ্ট নথি চাই। যারা অযোগ্য এখানে নিয়োগ হয়েছে তাদেরও পদত্যাগ চাই। আমরা কোন দোসরকে এখানে প্রশ্রয় দিতে চাই না। তারই আলোকে আমরা অধ্যক্ষকে আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করেছি। তারা ইসলামের অনুভ‚তিতে আঘাত এনেছে।

শোয়াইব নগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা বলেন, সকাল ১০ টা থেকে নিজ অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। গত ২৪ জুলাই শুক্রবার বন্ধের দিন কম্পিউটার ল্যাব ভাড়া নিয়ে কিছু প্রশিক্ষনার্থী নাকি নাচানাচি করেছে এটা ভাইরাল হয়েছে এই কারণে। এ ছাড়া আর কিছু না। এ ঘটনায় আমার কাছ থেকে অনুমতিও নেয়নি। আমাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। বিকালে সকল শিক্ষকদের ডাকা হয়েছে। এছাড়াও জোরপূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর করানো নিয়েও সরকারি নির্দেশনা আছে। সেসব বিষয়গুলো বিবেচনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews