
পরেশ দেবনাথ, ভ্রাম্যমাণ প্রতিনিধি
কেশবপুরের মঙ্গলকোট থেকে উম্মে সুমাইয়া লিয়া যশোর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় সকলে গর্বিত। সে ডাক্তার হয়ে গরীব অসহায় মানুষের সেবা করতে চাই।
উম্মে সুমাইয়া লিয়া যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের পাঁচপোতা গ্রামের কৃষক মোঃ রফিকুল ইসলাম ও গৃহিণী মা নাজমা সুলতানার ছোট মেয়ে। সে ১৭ জানুয়ারী ২০২৫, শুক্রবার (২২) খুলনা মেডিকেল কলেজ থেকে পরীক্ষা দেয়। পরীক্ষার রোল নম্বর ২২০৩২০৭। মেধাবী লিয়া প্রাইমারি পরীক্ষায় তার রেজাল্ট ছিল জিপিএ ৫.00, জে,এস,সিতে ৪.৭৯, এস,এস,সিতে ৫.00 এবং এইচ,এস,সিতে কেশবপুর সরকারী ডিগ্রী কলেজ থেকে জিপিএ৫.00 পেয়ে কৃতকার্য হয়েছে।
কেশবপুরের মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, অত্যান্ত মেধাবী উম্মে সুমাইয়া লিয়া এই বিদ্যালয় থেকে এস,এস,সি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃত্তিত্ব অর্জন করেছিল। সে যশোর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় আমরা আন্তরিকভাবে গর্বিত। বিদয়ালয়ের পক্ষ থেকে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি। উম্মে সুমাইয়া লিয়া প্রতিনিধিকে জানান, আমি একজন ভাল ডাক্তার হয়ে গ্রামের অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা করতে চাই।
লিয়ার পিতা মোঃ রফিকুল ইসলাম জানান, আমার দুটি মেয়ে। বড় মেয়ে লিজা স্নাতক সম্মান ৪র্থ বর্ষ বাংলায় লেখাপড়া করে। ছোট মেয়ে লিয়া যশোর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় আমি গর্বিত। আমি বেকার বাড়িতে বসে আছি। অল্প একটু জমি আছে তা দিয়ে কোনরকম সংসার চলে। গৃহিণী মা নাজমা সুলতানা বলেন, আমার অসুস্থতায়ও তারা যাতে কষ্ট না পায় সেজন্য চেষ্ঠা করি। আমি সকলের কাছে তাদের জন্য দোয়া প্রার্থনা করি।
Leave a Reply