চুড়ামনকাটি যশোর থেকে॥
যশোর সদর উপজেলার কাশিমপুরে ইউনিয়ন কৃষকদলের সমাবেশে খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য দেশের মানুষ লড়াই করে আসছেন।
কিন্তু বর্তমান সরকার নির্বাচনের নামে তালবাহানা শুরু করে চলেছেন। তারা দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষনা করে দেশবাসীর মনের ইচ্ছা পূরণ করবেন বলে তিনি মনে করেন। দলীয় নেতাকর্মীদের উদ্দ্যেশে তিনি বলেন, ভোটের অধিকার ফিরে পেতে প্রয়োজন হলে আবারো মাঠে নামতে হবে আমাদের।
তাইতো বর্তমান সরকারের উচিত দ্রুত দেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যস্ত করে একটি নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেওয়া।দেশে নতুন করে নির্বাচন নিয়ে আর কোনো ছিনিমিনি মেনে নেওয়া হবেনা। তিনি দলীয় নেতাকর্মীদের বিগতদিনের ন্যায় আবারও নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। দেশ রক্ষার জন্য তিনি শহীদ জিয়ার সৈনিকদের সর্বদা প্রস্তুত থাকার আহবান ও জানিয়েছেন।
এ সময় তিনি আরো বলেন, আপনাদের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সার, বীজ, তেলসহ বিভিন্ন কৃষিপন্য কেনার জন্য সরকারীভাবে নগদ অর্থ বরাদ্দ দেওয়া হবে।দেশের সকল কৃষকের নামে কৃষি কার্ড ও কৃষি বীমার ব্যবস্থা করা হবে। আগামীতে দেশ নায়ক তারেক জিয়ার স্বপ্ন বাস্তবায়নে তিনি বিএনপিকে রাষ্টীয় ক্ষমতায় আনতে আগামী নির্বাচনে ভোট দেওয়ার আহবান জানান।
শনিবার যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়ন কৃষক দল আয়োজিত কাশিমপুর মাঠে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সমাবেশে শত শত কিষাণ-কিষাণী যোগ দেন বিভিন্ন কৃষি যন্ত্রপাতিসহ।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম।
কাশিমপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সরোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খাঁন, সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, জেলা সেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক আমীর ফয়সাল, থানা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, থানা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শেলীনা পারভিন শেলী,থানা যুবদলের যুগ্ম আহবায়ক তানভির রায়হান তুহিন, থানা সেচ্চাসেবক দলের আহবায়ক শফিউল্লাহ, কাশিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের, সহ-সভাপতি সিরাজুল ইসলাম খাঁ, কুষক সূর্য কান্ত বিশ্বাস, শফি উদ্দিন, শ্রী দুলাল শিকদার প্রমূখ।
Leave a Reply