
রাফসান জনি স্বাধীন বাংলা নিউজ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারের মাজদিয়া গ্রামে এক সপ্তাহের ব্যবধানে আবারও চুরির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৩ইফেব্রুয়ারি ) গভীর রাতে চোরেরা মাজদিয়া গ্রামের বিএনপি নেতা তরিকুল ইসলামের ছোট ভাই জামানের বাড়িতে গোয়াল ঘরের তালা ভেঙ্গে প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের দুটি গরু নিয়ে পালিয়ে যায়।স্থানীয় সূত্রে জানা যায়, গত সপ্তাহেও একই গ্রামে আক্কাসের এর বাড়িতে চুরি হয়েছিল, যেখানে চোরেরা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছিল। তবে সেসময় এলাকাবাসী দ্রুত তৎপর হয়ে দুই চোরকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু নতুন করে চুরির ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী জামান জানান,আমি ১১ টার সময় খাবার খেয়ে ঘুমাতে যায়.ঘুমানোর সুযোগে গভীর রাতে চোরেরা গোয়াল ঘরের দরজার তালা ভেঙে প্রবেশ করে দুইটা গরু,নিয়ে পালিয়ে যায়। সকালে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শহিদুল ইসলাম হাওলাদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে। তিনি আরও বলেন, সম্প্রতি এলাকায় চুরি বেড়ে যাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।এলাকাবাসী দ্রুত অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
Leave a Reply