রাফসান জনি (কালীগঞ্জ) ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার একটি মোটরসাইকেল শোরুমে টাকা ছিনতাই চেষ্টার ঘটনা ঘটেছে। ছিনতাইকারী শোরুমে প্রবেশ করে ছিনতাইর চেষ্টা চালায় এবং এতে বাধা দেওয়ায় শোরুম ম্যানেজারকে মারধর করে আহত করে ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৮ই মার্চ ) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে শোরুমের ম্যানেজার তাদের বাধা দিলে ছিনতাইকারী তাকে বেধড়ক মারধর করে এবং গুরুতর আহত করে পালিয়ে যায়।স্থানীয়রা আহত ম্যানেজারকে উদ্ধার করে স্থানীয় ডাক্তার দ্বারা কপালে ১০.টি সেলাই দেয়া হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম হাওলাদার জানান, ছিনতাইকারী চিহ্নিত করতে এবং দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে। শিগগিরই অপরাধীকে আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশাসনকে আহ্বান জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
Leave a Reply