1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ২৫ জুন ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসুচি চুড়ামনকাটিতে ট্রাকের ধাক্কায়  মাদ্রাসা ছাত্র নিহত  সুন্দরবনে করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারী আটক বাস দুর্ঘটনায় মেয়ে মর্গে বাবা হাসপাতালের বেডে যশোর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিজয় আটক কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে একটা মোবাইল আর চ্যাটজিপিটি—এই দুই থাকলেই আয় নিশ্চিত! কর ফাঁকির অভিযোগে মৌসুমী, তিশা, নুসরাত ফারিয়াসহ ৭ তারকার ব্যাংক হিসাব জব্দ চাঁদাবাজি ও মাদক ব্যবসার প্রতিবাদে বারবাজার ইউনিয়ন বিএনপির প্রতিবাদ মিছিল খিলক্ষেতে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচি, প্রধান অতিথি ছিলেন জনতার এমপি এস এম জাহাঙ্গীর

কালীগঞ্জ বারোবাজার  অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ড্রিংকিং ওয়াটার

  • আপডেট টাইম : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১২৮ বার
কালীগঞ্জ (ঝিনাইদহ) 
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নোংরা পরিবেশে তৈরি হচ্ছে জেরিন প্যাকেজড ড্রিংকিং ওয়াটার। উপজেলার বারোবাজার ইউনিয়নে পিরোজপুর গ্রামের হযরত আলীর ছেলে সাখাওয়াত হোসেন নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এই পানির ব্যবসা করে যাচ্ছেন। অবাধে বিক্রি হচ্ছে অনুমোদনহীন কারখানার জেরিন প্যাকেজড ড্রিংকিং ওয়াটার নামের বিশুদ্ধ পানি। এ ধরনের কারখানা নির্মাণে মানা হয়নি কোনো রকমের বিধিমালা।
এসব কারখানা নির্মাণে সায়েন্স ল্যাবরেটরি, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি), বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনসহ জেলা স্বাস্থ্য বিভাগের প্রিমিসেস সার্টিফিকেট, শ্রমিকদের শারীরিক সুস্থতার সনদ, পরিবেশগত ছাড়পত্র ও কল-কারখানার সনদের বিধান থাকলেও এর একটিরও কোনো অস্তিত্ব নেই। কারখানায় নেই কোনো নিজস্ব ল্যাব বা কেমিস্ট। এসব বিধিবিধান অমান্য করেই বারোবাজার, মান্দারতলা, সুবর্ণসারা, সাতমাইল, চুরামনকাঠিসহ বিভিন্ন বাজারে অবাধে বিক্রি হচ্ছে জেরিন ড্রিংকিং ওয়াটার।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পরিত্যক্ত একটি রান্নাঘরে গড়ে উঠেছে জেরিন প্যাকেজড ড্রিংকিং ওয়াটার, তার পাশেই আছে গোসলখানা ও প্রস্রাব করার জায়গা। পরিত্যক্ত যে ঘরে বিশুদ্ধ পানি তৈরি করা হয়, সেই ঘরে রয়েছে বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব। পরিত্যক্ত ঘরটির উপরের অর্ধেকটাতে ভাঙাচোরা টিন ও অর্ধেকটাতে ভাঙাচোরা টালি। নিচের মেঝে অনেক পুরাতন সিমেন্ট-বালুর প্লাস্টার।
খোঁজ নিয়ে জানা গেছে, শীতের সময় প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০টি পানির জার বিক্রি হয় এবং গরমের সময় প্রতিদিন ২৫০ থেকে ৩০০টি পানির জার বিক্রি করে থাকেন। বিভিন্ন বাজারে নসিমনে করে এই পানি বিক্রি করে থাকেন।
কারখানায় নিয়োজিত দুইজন শ্রমিক কর্মরত, তাদের নেই কোনো গ্লাভস ও শরীরে অ্যাপ্রোন। পায়ে থাকে না স্যান্ডেল, যা পানি ফ্যাক্টরি নীতিমালাবহির্ভূত। বোতল পরিষ্কার বা ধোয়ার কাজে হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহারের কথা থাকলেও ব্যবহার হচ্ছে শুধু পানি।
জেরিন প্যাকেজড ড্রিংকিং ওয়াটার তৈরির কোনো বৈধ কাগজ আছে কিনা জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, সব আছে, তবে দেখানো যাবে না। ক্যামেরায় বক্তব্য দিতে অস্বীকৃতি জানান জেরিন প্যাকেজড ড্রিংকিং ওয়াটারের মালিক সাখাওয়াত হোসেন। তিনি দাবি করেন, তাদের পরিচালিত কারখানার ট্রেড লাইসেন্স রয়েছে। এছাড়া অন্যান্য দফতরে আবেদন করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ঝিনাইদহ কার্যালয়ের কর্মকর্তা নিশাত মেহের বলেন, কোনোভাবেই নোংরা পরিবেশে ড্রিংকিং ওয়াটার তৈরি হতে পারে না। আমরা অভিযুক্ত জায়গায় যাবো এবং পরিবেশ খারাপ দেখলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।বিএসটিআই সহকারী পরিচালক (সিএম) কুষ্টিয়া দেবব্রত বিশ্বাস বলেন, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় ড্রিংকিং ওয়াটারের কোনো অনুমোদন নেই। অতি শীঘ্রই আমরা এসব অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করবো।
পরিবেশ অধিদপ্তরের ঝিনাইদহ কর্মকর্তা মুনতাসিরুল রহমান বলেন, সকল কাগজপত্র না থাকলে তিনি কোনোভাবেই ড্রিংকিং ওয়াটার প্লান্ট করতে পারবেন না। বিষয়টি আমরা দেখবো।কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম বলেন, নোংরা পরিবেশের পানি পান করলে পানিবাহিত সকল রোগ হতে পারে। আমি বিষয়টি দেখবো।
কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম জানান, এমন কোনো বিষয় আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews