অনলাইন নিউজ: তীব্র রোদ ও কয়েক দিনের ভ্যাপসা গরমের পর শনিবার সন্ধ্যায় খুলনায় নেমেছে স্বস্তির বৃষ্টি। এদিন সকাল থেকেই খুলনার আকাশে রোদের ব্যাপক তীব্রতা ছিল। এর মাঝেই সন্ধ্যায় হালকা বাতাস ও বৃষ্টি নামে। এতে জনজীবনের শান্তি ফিরে আসে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি। সাথে চলেছে হালকা বজ্রপাত।
শনিবার বিকাল থেকেই খুলনার আকাশে ছিল হালকা মেঘ। কখনো রোদ আবার কখনো মেঘের আনাগোনা ছিল আকাশে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হওয়া আচমকা বৃষ্টি প্রকৃতি শীতল করে দিয়েছে।বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন খুলনাবাসী। তবে তারা আরও বেশি সময় বৃষ্টি প্রত্যাশা করছেন। বৃষ্টিতে স্বস্তি প্রকাশ করে অনেকে ফেসবুক পোস্টে দিয়েছেন।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে জানানো হায় খুলনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। যার ফলশ্রুতিতে খুলনাবাসী পেয়েছে স্বস্তির বৃষ্টি।
Leave a Reply