
পুড়ছে শহর, “পুড়ছে ঘর”, পুড়ছে একেক প্রাণ, আকাশ জুড়ে ধোঁয়া উঠে, নিভে গেছে জ্ঞান” রক্তেভেজা”শিশুর লাশ”, মায়ের চোখের পানি।
ধ্বংসে মোড়া প্রতিটি কোণ, নেই একটুকু শান্তি, বুক ফেটে চিৎকার করে পুরোনো কোনো গলি,”আমার ছেলেটি কোথায় আজ?” জানেনা কেউ, বলি।ধ্বংসস্তূপে বাজে গান “স্বাধীনতা চাই”, রক্তে রাঙা লাল-সবুজে নতুন সূর্য চাই। ভেঙে যাবে শেকল, ভাঙবে জুলুম, একদিন হবে গর্বে গাওয়া “বিজয়ের” গান।
জানি না কবে থামবে এই “রক্তের জলধারা”, পৃথিবী কি শুনবে না আর নিষ্পাপ “আত্মার” হাহাকার? জেগে ওঠো বিশ্ব মুসলিম বাঁচাও আল-কুদূস।রক্তের স্রোতে লেখা তোর “ইতিহাস”, পাথরের শহরে ভেসে ওঠে বিজয়ের আশা। “ফিলিস্তিন”, তোর প্রতিটি ধূলিকণা, শব্দে, সুরে, আকাশে গেঁথে থাকে এক রক্তের ভালোবাসা।
লেখক: সাহারিয়ার ইসলাম
০১৩৩২-৭৩৯৫৮৫
Leave a Reply