
সালাউদ্দীন পারভেজ সবুজ বারবাজার থেকে।।
ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজারে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ বারবাজার ফাঁড়ী পুলিশ ।আটককৃত মাদক ব্যবসায়ী বাদেডিহি(খা পাড়ার) ছলে খার ছেলে বাবু রহমান (৩৫) ঐসময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই বাবু রহমানকে নজরদারিতে রাখা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ \ সে এলাকায় মাদক বিক্রির অন্যতম কান্ডারি হিসেবে পরিচিত ছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বারবাজার ফাঁড়ির একটি বিশেষ দল।
বারবাজার পুলিশ ফাঁড়ীর ইনচার্জ জাকরিয়া জানান, মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।মাদক ব্যবসায়ীরা কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না।
Leave a Reply