ক্রীড়া ডেস্ক: নিগার সুলতানা জ্যোতির শতক ও শারমিন আক্তারের অপরাজিত ৯৪ রানের ব্যাটিংয়ে থাইল্যান্ড নারী দলের সামনে ২৭২ রানের বড় টার্গেট ছুঁড়ে দেয় বাংলার মেয়েরা। বল হাতে ফাহিমা-জান্নাতুলের ঘূর্ণি জাদুতে থাইল্যান্ড গুটিয়ে যায় ৯৩ রানেই। ১৭৮ রানের বড় জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করলো বাংলাদেশ।
বাংলাদেশের মেয়েরা নির্ধারিত ৫০ ওভারে তিনটি উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করেছে। যা ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহের নজির। আগের সর্বোচ্চটি ছিল ২৫২। রানের ব্যবধানে এটিই সবচেয়ে বড় জয়ের রেকর্ড বাংলাদেশ নারী দলের। আগের বড় জয়টি ছিল ১৫৪ রানের, গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে।বৃহস্পতিবার লাহোর সিটি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান থাই অধিনায়ক নারুয়েমল চাওয়াই।
টস হেরে ব্যাটিং করতে নামা বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো ছিল না। দলীয় ১৫ রানে ইসমা তানজিম বিদায় নিলে ভাঙে উদ্বোধনী জুটি। দ্বিতীয় উইকেটে ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা মিলে ১০৪ রানের দারুণ একটি জুটিতে ভালো স্কোরের মঞ্চ গড়েন। কিছুটা স্লো ব্যাটিং করে ৮২ বলে ৫৩ রান করে আউট হন ফারজানা।
ফারজানা আউটের পর থেকেই বাংলাদেশের রানের গতি বাড়ে। নিগার সুলতানা জ্যোতি ও শারমিন সুপ্তা মিলে ১৫২ রানের জুটি গড়ে দলের স্কোর নিয়ে যান ২৭১ রানে। শেষ বলে আউট হন জ্যোতি। তার আগে অবশ্য ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন বাংলাদেশ অধিনায়ক। ৮০ বলে ১৫ চার ও একটি ছয়ে ১০১ রান করেন তিনি। সতীর্থ সুপ্তা অবশ্য আরো একবার শতক বঞ্চিত হয়েছেন। পরে ৯৪ রানে অপরাজিত ছিলেন তিনি।
বড় লক্ষ্য তাড়ায় শুরুটা খারাপ ছিল না থাইল্যান্ডের। দলীয় ৩৮ রানের মাথায় তাদের উদ্বোধনী জুটি ভাঙেন ফাহিমা। দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের নিয়ন্ত্রিত স্পিনের সামনে থাইল্যান্ডের কোনো ব্যাটারই সুবিধা করতে পারেননি। ওপেনিংয়ে চানিদা সুথিরুয়াং ও নাচায়া বোচাথামের ৩৮ রানের জুটির পর একের পর এক উইকেট হারিয়েছে তারা। সুথিরুয়াংয়ের ২২ রান থাইল্যান্ডের ইনিংস সর্বোচ্চ।
দ্বিতীয় ইনিংস সর্বোচ্চ ২২ রান আসে বোচাথামের ব্যাটে।সুথিরুয়াংকে বিদায় করে ওপেনিং জুটি ভাঙেন ফাহিম খাতুন। সেই যে উইকেটের মুখ খুললো, এরপর নিয়মিত বিরতিতেই উইকেট নিয়েছেন বাংলাদেশ বোলাররা। তাতে ২৮ ওভার পাঁচ বলে ৯৩ রানেই অলআউট হয়ে যায় থাই মেয়েরা। জান্নাতুল ফেরদৌস সাত রানে পাঁচটি উইকেট নিয়ে বোলিংয়ের নজির গড়েছেন।চলতি বছরের নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। আট দলের মধ্যে ছয়টি দল চুড়ান্ত হলেও দু’টি দল বাছাই পর্ব থেকে যাবে। বুধবার থেকে পাকিস্তানে শুরু হয়েছে ছয় দলের বাছাইপর্ব।
Leave a Reply