ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকা থেকে ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।শুক্রবার রাতে সুবর্ণসারা পুলিশ ফাঁড়ির এস আই কামরুজ্জামানের নেতৃত্বে ১০পিস ইয়াবা সহ বিশেষ অভিযানে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি বাদুরগাছা গ্রামের মহাতাবের ছেলে রনি (৩০ )
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারোবাজার এলাকায় অভিযান চালিয়ে রনিকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান,রনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
Leave a Reply