কাগজ সংবাদঃ
যশোর সদর উপজেলার সাতমাইল বাজারে জ্বালানী উঠানোর সময় মাথার উপর গাছের ডাল পড়ে লিটন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সহকর্মী সাচ্চু জানিয়েছেন, তারা কয়েকজন মিলে সাতমাইল বাজারে ট্রাকের উপর গাছের ডাল তুলছিলেন। এ সময় ট্রাকের উপর থেকে একটি ডাল লিটনের মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন।
পরে বেলা সাড়ে ১১টার দিকে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনা হয়।জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক লিটল হোসেনকে মৃত ঘোষণা করেন
লিটন হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের আলতাফ হোসেন বিশ্বাসের পুত্র।
Leave a Reply