ক্রীড়া ডেস্ক:গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হলেও আজ রোববার মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর প্রথম ম্যাচ। এই প্রতীক্ষিত ক্রিকেট লিগ মাঠে ফেরায় উচ্ছ্বাস থাকলেও, একাধিক বিদেশি ক্রিকেটারের অনুপস্থিতি ঘিরে উঠেছে নানা প্রশ্ন। অনেকেই মনে করছেন, এবার বিদেশি তারকাদের অনুপস্থিতিতে আইপিএলের জৌলুস কমে যেতে পারে।
তবে এই ধারণার সঙ্গে একমত নন আইপিএলের বর্তমান চেয়ারম্যান অরুণ ধুমাল। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিদেশি ক্রিকেটারদের উপস্থিতি অবশ্যই গুরুত্বপূর্ণ হলেও, আইপিএলের আকর্ষণ বা গুরুত্ব এতে কমবে না।অরুণ ধুমাল বলেন, আইপিএল স্থগিত করার সিদ্ধান্তটা ছিল খুবই সংবেদনশীল। আমাদের প্রথম প্রাধান্য ছিল ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করা।
তবে লিগ নিয়ে কোনও ধরনের আতঙ্ক ছিল না। আমরা আইপিএল স্থগিত করেছিলাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। কখনও কখনও দেশের মানুষের আবেগকেই অগ্রাধিকার দিতে হয়, — জানান তিনি।তিনি বলেন, ‘তখন দেশের পাশে, দেশের সেনার পাশে সব সময় দাঁড়াতে হয়। আমরা সংঘর্ষবিরতির পরই আমাদের ফ্র্যাঞ্চাইজি এবং ব্রডকাস্টারসহ সকলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়ে ফেলি, যে এখনই লিগ শেষ করার সেরা সময়।
কারণ পরের দিকে ক্রিকেটারদের আন্তর্জাতিক খেলাও শুরু হয়ে যাবে।’‘আমরা বুঝতে পারছি, ক্রিকেটারদেরও একটা আলাদা কমিটমেন্ট রয়েছে নিজের দেশের বোর্ডের সঙ্গে। আমরা যেহেতু এক সপ্তাহ পিছিয়ে গেছি, তাই এই সমস্যাটা হয়েছে। তবে অধিকাংশ ক্রিকেটাররাই আবার আইপিএলে ফিরেছে, তাই আমি আশাবাদী লিগের জৌলুশ বা মান, কোনওটাই কমবে না। কোনও ক্রিকেটারের ওপরেই আমরা আমাদের সিদ্ধান্ত চাপিয়ে দেইনি, বা জোর করে খেলতে বলিনি। কারণ আমাদের সঙ্গে ক্রিকেটার ও সব দেশের বোর্ডের বেশ ভালো সম্পর্ক রয়েছে। কারণ ক্রিকেটারদের চাপ দিয়ে খেলাতে আনলেও, সেটায় খেলার মান বাড়বে না।’-যোগ করেন তিনি।
Leave a Reply