নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক গণসমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, কিছু “নাবালক উপদেষ্টা” দেশের জাতীয় ঐক্যে ফাটল ধরাচ্ছেন। তারা জনগণের ঐক্যভিত্তিক আন্দোলনকে বিভ্রান্ত করে স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড বন্ধ না করলে ভবিষ্যতে আরও প্রতিক্রিয়া অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দেন তিনি।
শুক্রবার (২৩ মে) বিকেলে রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই বিপ্লব কোনো ব্যক্তির একক অর্জন নয়। এটি দেশের কৃষক, শ্রমিক, ও সাধারণ মানুষের সম্মিলিত প্রতিবাদের ফসল। এই বিপ্লবকে ব্যবহার করে কিছু উপদেষ্টা রাজনৈতিক ফায়দা লুটছেন, যা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও অভিযোগ করেন, আদালতের রায় উপেক্ষা করে ইশরাক হোসেনকে শপথ নিতে বাধা দেওয়ার পেছনে উপদেষ্টা আসিফ হোসেনের ভূমিকা ছিল। এর ফলেই আজ জাতীয় ঐক্য নষ্ট হওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে।
নুরুল হক নুর হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকে, তাহলে “আরও অনেক পানির বোতল” অপেক্ষা করছে এসব স্বার্থান্বেষী উপদেষ্টাদের জন্য।
Leave a Reply