প্রতিবেদনে জানানো হয়, রাজধানী মস্কো থেকে প্রায় ৩৬৮ কিলোমিটার (২২৯ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওরিওল অঞ্চলের উরিটস্কি জেলায় একটি প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে কারিগরি ত্রুটিকে দায়ী করা হচ্ছে।
ওরিওলের গভর্নর আন্দ্রে ক্লিচকভ এক বিবৃতিতে বলেন, দুর্ঘটনার পরপরই জরুরি পরিষেবা দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং রুশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তিনি আরও জানান, স্থানীয় বাসিন্দাদের জন্য এই দুর্ঘটনায় কোনো নিরাপত্তা হুমকি নেই। সেই সঙ্গে তিনি জনসাধারণকে ঘটনাস্থলের ছবি বা ভিডিও শেয়ার না করার অনুরোধ জানিয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টারটি একটি নির্জন এলাকায় বিধ্বস্ত হয়, ফলে ভূমিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে হেলিকপ্টারে থাকা সব ক্রু সদস্য মারা গেছেন। ঠিক কতজন ক্রু সদস্য ওই ফ্লাইটে ছিলেন, তা এখনো স্পষ্ট করা হয়নি।
এই দুর্ঘটনা রুশ সামরিক মহলে নতুন করে নিরাপত্তা ব্যবস্থা ও প্রশিক্ষণ ফ্লাইটে কারিগরি ত্রুটি প্রতিরোধের বিষয়ে আলোচনা জোরালো করেছে।
Leave a Reply