ক্রীড়া ডেস্ক:৩৩ বছরের দীর্ঘ অপেক্ষার পর আবারও ইতালির ঘরে ফুটবল উল্লাস—নাপোলি ঘরে তুলেছে বহুল কাঙ্ক্ষিত সিরি আ শিরোপা। ঘরের মাঠ দিয়াগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে শেষ ম্যাচ ডেতে ক্যালিয়ারিকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট নিশ্চিত করে গ্লি আজ্জুরি। একইদিনে ইন্টার মিলান কোমোকে ২-০ গোলে হারালেও শেষ পর্যন্ত এক পয়েন্টের ব্যবধানে সন্তুষ্ট থাকতে হয় রানার্সআপ হয়েই।
ক্যালিয়ারির বিপক্ষে রেফারির শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে নাপোলির সমর্থকরা। চারদিকজুড়ে শুরু হয় চ্যাম্পিয়ন উদযাপন। ১৯৯০ সালের পর প্রথমবারের মতো ২০২3 সালে শিরোপা জয় করে নাপোলি, আর এবারে সেটি পুনরাবৃত্তি করে তিন বছরের ব্যবধানে দ্বিতীয় শিরোপা জয়ে পৌঁছাল তারা। এটি ক্লাবটির ইতিহাসে চতুর্থ সিরি আ শিরোপা।
জয়ের জন্য নাপোলির দরকার ছিল কেবল একটি জয়। কিন্তু ক্যালিয়ারি ম্যাচের শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। ৪২ মিনিট পর্যন্ত স্বাগতিকদের আটকে রাখলেও এরপর স্কট ম্যাকটোমিনায় দৃষ্টিনন্দন এক ভলিতে ডেডলক ভাঙেন। মাত্তেও পলিতানোর পাসে দুর্দান্ত ভলির মাধ্যমে গ্যালারিকে প্রাণবন্ত করে তোলেন ম্যাকটোমিনায়।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ব্যবধান দ্বিগুণ করেন আরেক বিতাড়িত তারকা রোমেলো লুকাকু। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বাদ পড়া এই বেলজিয়ান স্ট্রাইকারের গোলে ম্যাচের ভাগ্য চূড়ান্ত হয়ে যায়।
নিষেধাজ্ঞার কারণে শেষ ম্যাচে ডাগআউটে না থাকলেও নাপোলি কোচ অ্যান্তোনিও কন্তে গড়েছেন অনন্য রেকর্ড—তিনটি ভিন্ন ক্লাবের হয়ে সিরি আ চ্যাম্পিয়ন হওয়ার বিরল কীর্তি। ম্যাচ শেষে কন্তে বলেন, অনেক ত্যাগ আর পরিশ্রমের ফল এই শিরোপা। খেলোয়াড়, কোচিং স্টাফ, এবং সবচেয়ে বড় শক্তি—আমাদের সমর্থকরা। তারা আমাদের সাহস ও অনুপ্রেরণা দিয়েছে প্রতিটি ধাপে।
কোমোকে সহজেই ২-০ গোলে হারালেও মাত্র এক পয়েন্ট কম থাকায় সিরি আ শিরোপা হাতছাড়া করে ইন্টার মিলান। ঘরের মাঠে স্তেফান দে ভিরিজ ও জোয়াকিন কোরেয়া ব্যবধান গড়ে দেন ম্যাচে। তবে ম্যাচের শুরুর দিকেই লাল কার্ড দেখে ক্যারিয়ারের ইতি টানেন কোমোর অভিজ্ঞ স্প্যানিশ গোলরক্ষক পেপে রেইনা।
Leave a Reply