সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, জুলাই যোদ্ধাদের অবদান আমরা ভুলে গেছি। যারা জীবন দিয়েছেন, তার চেয়ে বড় ত্যাগ তো আর হয় না। তাদেরকেও আমরা ভুলে গেছি। জুলাইযোদ্ধাদের পুনর্বাসনের ক্ষেত্রেও গড়িমসি দেখতে পাচ্ছি।
মঙ্গলবার (২৭ মে) দেশের নানা বিষয়ে বিশ্লেষণধর্মী নিজের ফেসবুক পেজ ‘কথা’-তে তিনি এসব কথা বলেন।
মাসুদ কামাল বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে চারজন প্রতিবাদ করতে গিয়ে বিষপান করেছেন। এটা নিয়েও তেমন আলোচনা দেখছি না। সবাই ব্যস্ত সচিবালয়ের কর্মকর্তাদের আন্দোলন নিয়ে, এর-ওর দাবি-দাওয়া নিয়ে।
তিনি আরো বলেন, হতাহত ছেলে-মেয়েরা হলো এ দেশের সবচেয়ে বড় বীর। তাদেরকে আমাদের সবচেয়ে বেশি সম্মান করতে হবে।
Leave a Reply