1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৪ জুন ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন

নেছারাবাদে ছাত্রদলের যুগ্ম আহবায়কের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৫৬ বার

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতাঃ

নেছারাবাদে চাঁদাবাজী, জমি দখল, সন্ত্রাসী কর্মকান্ড, মাদক, চুরি, ডাকাতি, মারামারির নানা অভিযোগে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান খন্দকারের বিরুদ্ধে সমুদয়কাঠী ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের সংবাদ সম্মেলন। বুধবার (২৮ মে) দুপুরে উপজেলা সাংবাদিকদের অফিসে উপস্থিত হয়ে ইমরান খন্দকারের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা ও বহিস্কারের দাবীতে সংবাদ ওই সংবাদ সম্মেলন করেন সমুদয়কাঠী ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন ও ভুক্তভোগী সাধারণ জনতা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ৮ নং সমুদয়কাঠী ইউনিয়ন ছাএদলের সাধারণ সম্পাদক শেখ মোঃ ইব্রাহিম অভিযোগ করে বলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমরান খন্দকার ৫ই আগষ্টের পূর্ব থেকেই আওয়ামীলীগের সাথে লিপ্ত হয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করেছে। বিগত দিনে আওয়ামীলীগের এমপি একেএমএ আউয়াল এর দলীয় কার্যক্রমে ও মো. মহিউদ্দিন মহারাজের সাথে নির্বাচনে অংশ নিয়েছে। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আঃ সালাম কে মারধর করে আহত করে। জমি-জমা বিরোধের জেরে ক্ষমতা দেখিয়ে সানোয়ার সিকদার নামে একজনকে কুপিয়ে জখম করে এবং একটি চোখ নষ্ট করে দেয়।

বিচারপতি রিয়াজ উদ্দিন খানের বাড়ীতে সে সুপারি চুরি করে, স্থানীয় জাহাঙ্গিরের বাড়ী থেকেও সুপারি চুরি করে। ৫ই আগষ্টের পরে মোঃ ইমরান খন্দকার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এই পদদিকার বলে দাপট দেখিয়ে বিভিন্ন অপকর্ম করে আসছে। স্থানীয় একটি ইট বাটা থেকে ক্ষমতা দেখিয়ে ইট নিয়ে বাড়ীর কাজ করেছে। এমনকী মোঃ ইমরান খন্দকার ও তার বাবা জেলা পরিষদের জায়গার গাছ কেটে নিয়ে যায়।

মোঃ ইমরান খন্দকার নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মদের নিয়ে দলের সাথে চলাচলসহ বিভিন্ন অনুষ্ঠানে নেওয়ার অভিযোগ ওঠে। তিনি আরও বলেন, এই ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে যাড়া জড়িত আছে তাদের হাত থেকে এলাকার লোক পরিত্রান চায় এবং ইমরান খন্দকারকে দল থেকে বহিস্কার করার জোর দাবী জানান।

এছাড়াও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সমুদয়কাঠী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: নাসির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিবুল খন্দকার এবং সেহাংগল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ইমরান খন্দকার দ্বারা আহত ভুক্তভোগী শেখ শাহজাহান।
আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন ও ইমরানের দ্বারা নির্যাতনের শিকার সাধারণ জনতা।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. আব্দুল্লাহ-আল-জুবায়ের বলেন, ইমরান খন্দকার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক, তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনের কথা শুনেছি। অভিযোগ প্রমানিত হলে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr   Jun »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews