“হৃদয় জুড়ে বাংলাদেশ”
সাহারিয়ার ইসলাম
মায়ের মুখে শুনেছি আমি, রক্তে কেন রাঙা ভূমি, একটা ভাষার জন্য নাকি, রক্তাক্ত আমার প্রিয় জন্মভূমি”।
বাবার চোখে দেখেছি স্বপ্ন, একটা পতাকা, স্বাধীন কল্পনা, যার মাঝে সূর্য ওঠে রোজ, নতুন দিনের প্রতিজ্ঞা”।
আমার খাতায় প্রথম লেখা, “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি”, এই ভালোবাসা রক্তে মিশে গানের মতো হাসে”।
নদীর স্রোতে, ধানের গন্ধে, রাতের তারা, দুপুরের রোদে-যতই যাই দূরে বিদেশ, বাংলাদেশ আমার হৃদয় কাঁদে”।
এই মাটি, এই জন, এই নদী, এই ভাষা, এই রক্তজবা-সবকিছুর নাম একটাই-
বাংলাদেশ-আমার চেতনার ছায়া।
Leave a Reply