নিউজ ডেস্ক :
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী ছাত্রশিবির দখলদারিত্ব চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। বৃহস্পতিবার (২৯ মে) নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল।
নাসির বলেন, “বাংলাদেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক রাজনীতির চর্চা থাকা উচিত। কোনো গোপন বা গুপ্ত রাজনীতির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করা অনুচিত।
তিনি অভিযোগ করেন, ইসলামী ছাত্রশিবির গত দেড় দশক ধরে দেশের গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি। বরং তারা কেবল তাদের নিজস্ব নেতাদের মুক্তির দাবিতে সীমিত আন্দোলন করেছে। বিশেষ করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রশিবিরের কোনো দৃশ্যমান ভূমিকা ছিল না বলে জানান নাসির।
ছাত্রদল নেতা আরও বলেন, “৫ আগস্টের পর থেকে আমরা লক্ষ্য করছি—ছাত্রশিবির দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এক ধরনের দখলদার মনোভাব নিয়ে কাজ করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি গণতান্ত্রিক মিছিলে তাদের হামলার প্রমাণ রয়েছে। চট্টগ্রামেও দেখা গেছে, এক নারী শিক্ষার্থী শিবিরের হামলার শিকার হয়েছেন। এমনকি বাম ছাত্র সংগঠনের মিছিলে প্রকাশ্যে হামলার চেষ্টা করেছে তারা।
ছাত্রদলের পক্ষ থেকে দেশের শিক্ষাঙ্গনে মুক্ত, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতির পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়। তারা সকল ধরনের গোপন রাজনীতিকে প্রতিহত করার আহ্বান জানিয়ে বলেন, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে এসব বিষয়ে সবার সচেতন হওয়া জরুরি।
Leave a Reply