শফিয়ার রহমান।।
টি সি ই ফুড ও সিটি ইলেক্ট্রনিক্স কোম্পানির ডিলার শীপ দেওয়ার প্রলোভনে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। বিভিন্ন উপজেলায় একাধিক ব্যক্তিকে টার্গেট করে এই চক্রটি দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিল বলে অভিযোগ উঠেছে।
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের জাহাঙ্গীর আলমের কাছ থেকে টি সি ই ফুড কোম্পানির ডিলার দেওয়ার কথা বলে এই কোম্পানির প্রতিনিধি পলাশ,আসাদ,হারুন ও কোম্পানির এমডি নিজে এসে জাহাঙ্গীর আলমকে ডিলার শীপ প্রদান করে কার্ড ও মালের টাকা বাবদ প্রথমে ২ লাখ ৫০ হাজার টাকা নেন এবং তার দুই দিন পর আরও ২ লাখ টাকা কোম্পানির একাউন্টে গ্রহন করে।
জাহাঙ্গীর আলমের কাছ থেকে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। প্রায় ৩ মাস পার হলেও টি সি ই ফুড কোম্পানির মাল দেওয়া নিয়ে তাল বাহানা শুরু করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, প্রতারকরা নিজেদের টিসিই ফুড ও সিটি ইলেক্ট্রনিক্স কোম্পানির কর্মকর্তা পরিচয় দিয়ে ডিলার নিয়োগের বিজ্ঞাপন দেয় এবং পরে সরাসরি যোগাযোগ করে নানা ধরনের প্রলোভন দেখায়। ডিলারশিপ নিশ্চিত করতে বলা হয় জামানত ও পণ্যের অগ্রিম মূল্য হিসেবে ৫ থেকে ১০ লাখ টাকা করে জমা দিতে। অনেকে বিশ্বাস করে মোটা অংকের টাকা পরিশোধ করলেও শেষ পর্যন্ত কেউ কোনো পণ্যের ডিলারশিপ পাননি।
এক ভুক্তভোগী জানান, “তারা আমাকে সিটি ইলেক্ট্রনিক্সের ঝিনাইদহ ডিলার বানানোর আশ্বাস দিয়ে ৭ লাখ টাকা নিয়েছে। এরপর আর কোনো খোঁজ নেই। ফোন বন্ধ, অফিস নেই, মানুষ নেই।”
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতারক চক্রটি মূলত ভুয়া কাগজপত্র ও মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে ফাঁদে ফেলে। তারা সাময়িকভাবে অফিস ভাড়া নেয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রচার চালিয়ে বিশ্বাস অর্জনের চেষ্টা করে।
এ ঘটনায় সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার আগে সেসব প্রতিষ্ঠানের যথাযথ বৈধতা ও অনুমোদন যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
Leave a Reply