নিউজ ডেস্ক ;
ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা। জেলা কমিটি অনুমোদিত উপজেলা কমিটির এই আয়োজনটি অনুষ্ঠিত হয় ৩১ মে ২০২৫ দুপুরে কালীগঞ্জ পৌর অডিটোরিয়ামে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার আহ্বায়ক হুসাইন আহম্মেদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবু তালিব, বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুল পাটোয়ারী, শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শাখাওয়াত হোসেন এবং বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু।
সভায় বক্তারা বলেন, সমাজে সব ধরনের বৈষম্য দূর করে একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতেই এই ছাত্র আন্দোলনের আত্মপ্রকাশ। তারা তরুণদের এ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে কার্যক্রম পরিচালনার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কালীগঞ্জ উপজেলা কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply