1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে এম এম কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপডেট টাইম : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২১৪ বার

এম এম কলেজ প্রতিনিধি | রবিউল ইসলাম

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকবৃন্দ ও যশোর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

এ সময় অতিথিরা বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন এবং শহীদ জিয়ার আদর্শ ও অবদান স্মরণ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষা ও বৃক্ষপ্রেমে উদ্বুদ্ধ করা হচ্ছে, অন্যদিকে তরুণদের মধ্যে শহীদ জিয়ার দেশপ্রেম ও নেতৃত্বগুণ ছড়িয়ে দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews