1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৪ জুন ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন

ঢাকার উদ্দেশ্যে ৪০০ গরু নিয়ে জামালপুর ছেড়েছে ক্যাটল স্পেশাল ট্রেন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৪৩ বার

নিউজ ডেস্ক ;

জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ৪০০ গরু নিয়ে যাত্রা করেছে ক্যাটল স্পেশাল-১ ট্রেন। সোমবার (২ জুন) বিকেল ৪টা ৪৫ মিনিটে ইসলামপুর বাজার রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে ট্রেনটি।

এ বছর ৩টি ট্রেনে মোট ১২শ’ গরু জামালপুর থেকে ঢাকায় যাবে বলে জানিয়েছেন ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন মাস্টার শাহীন মিয়া।

ইসলামপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, গত চার বছর ধরে কোরবানির গরু রাজধানীতে সহজে নেওয়ার লক্ষ্যে ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস চালু করে রেলওয়ে কর্তৃপক্ষ। সেই ধারাবাহিকতায় এই বছরও ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস চালু করা হয়। তবে চাহিদা বেশি থাকায় অন্য বছরের তুলনায় এ বছর একটি বৃদ্ধি করে ক্যাটল স্পেশাল-০১, ক্যাটল স্পেশাল-০২ ও ক্যাটল স্পেশাল-০৩ নামে তিনটি ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া সোমবার বিকেল ৫টায় ক্যাটল স্পেশাল- ০২ ও আগামীকাল ৩ জুন বিকেল ৫টায় ক্যাটল স্পেশাল-০৩ ছেড়ে যাওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।

প্রতিটি ট্রেনে ২৫টি করে মোট ৭৫টি ওয়াগন বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি ওয়াগনে ১৬টি করে মোট ১২শ গরু জামালপুরের ইসলামপুর থেকে রাজধানীতে যাবে। গরু প্রতি ৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

গরু ব্যবসায়ী বিল্লাহ হোসেন বলেন, আগে ট্রাক, পিকআপ দিয়ে ঢাকায় গরু নিয়ে যাইতাম, তখন ডাকাতের ভয় থাকতো, বিভিন্ন হাটে জোর করে গরু নামিয়ে নিতো। ট্রেনে গরু নিয়ে যাইতে কোনো ঝামেলা হয় না। চাঁদা দিতে হয় না। দুর্ঘটনার ভয়ও নাই।

আরেক গরু ব্যাবসায়ী শহিদ মিয়া বলেন, ট্রাকে গরু নিয়ে গেলে গরু অসুস্থ হয়ে পড়ে, রাস্তায় মারা যায়, ভাড়াও বেশি লাগে। ট্রেনে গরু নিয়ে গেলে টাকা লাগে মাত্র পাঁচশ। আর ঝামেলাও কম। গরু গোয়াল ঘরে যেমন থাকে ট্রেনেও সেই ভাবেই থাকে।

ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন মাস্টার শাহীন মিয়া বলেন, ইতোমধ্যে ক্যাটল স্পেশাল-১ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। প্রতিটি ওয়াগনের জন্য ৮ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। চাহিদা থাকায় এ বছর একটি ট্রেন বাড়ানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews