তানভির আহমেদ আবিরঃ
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের রৌদ্রজ্জ্বল সকাল যেন আরও আলোকিত হয়েছে লিওনেল মেসির প্রত্যাবর্তনে। সাত মাস পর জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়ে আর্জেন্টাইন ফুটবলের প্রাণ ফিরে এনেছেন বিশ্ব ফুটবলের এই মহাতারকা।আসন্ন ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে দুই গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে দলে ফিরেছেন ইন্টার মায়ামি ফরোয়ার্ড মেসি। অনুশীলনে সতীর্থদের সঙ্গে হাসিমুখে সময় কাটিয়ে নিজেকে প্রস্তুত করছেন ফেরার ম্যাচের জন্য। আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি এবার অভিজ্ঞদের পাশাপাশি দলে সুযোগ দিয়েছেন কিছু নতুন মুখকেও।
বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত হলেও প্রস্তুতিতে কোনও ঘাটতি রাখতে চান না স্ক্যালোনি।জাতীয় দলের হয়ে মেসির সর্বশেষ ম্যাচ ছিল ২০২৩ সালের ১৯ নভেম্বর পেরুর বিপক্ষে। সেই ম্যাচে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে অ্যাসিস্ট করেছিলেন মেসি। তার আগে ১৪ নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য থাকলেও আর্জেন্টিনা হেরে যায় সেই ম্যাচ। এরপর ইনজুরির কারণে মার্চ মাসে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি তিনি। যদিও মেসিকে ছাড়াই ওই দুই ম্যাচে জয়ের ধারায় ছিল আলবিসেলেস্তেরা।জাতীয় দলে ফেরার আগে ক্লাব পর্যায়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন লিওনেল মেসি।
মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে শেষ তিন ম্যাচে করেছেন ৫ গোল। কলম্বাস ক্রু-কে ৫-১ গোলে হারানোর ম্যাচে মেসির ঝুলিতে ছিল ২ গোল ও ৩ অ্যাসিস্ট। তার অসাধারণ পারফরম্যান্সেই পয়েন্ট টেবিলের ছয় নম্বর স্থান থেকে উঠে আসে তৃতীয় স্থানে।বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হওয়ার পর মেসিকে অপেক্ষা করছে আরেকটি বড় মঞ্চ—ক্লাব বিশ্বকাপ। আগামী ১৪ জুন ফ্লোরিডায় মিশরের আল আহলি ক্লাবের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। এরপর অপেক্ষা করছে এফসি পোর্তো ও ব্রাজিলিয়ান জায়ান্ট পালমেইরাসের মতো প্রতিপক্ষ।যদিও আর্জেন্টিনা ইতোমধ্যেই ১০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে, তবু চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচগুলোকে ঘিরে মেসির প্রত্যাবর্তন নতুন উত্তেজনার জন্ম দিয়েছে।
Leave a Reply