আবির আহমেদঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এক ফেসবুক পোস্টে দাবি করেছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দি ছিলেন এবং তিনি সরাসরি যুদ্ধের ময়দানে ছিলেন না।
বুধবার (৪ জুন) সকাল ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে সারজিস আলম লেখেন, “মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তান সেনাবাহিনীর কাছে বন্দি হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানে জেলখানায় ছিলেন। যুদ্ধ শুরুর পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল, তবে যুদ্ধ চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না।”
পোস্টে তিনি আরও দাবি করেন, মুক্তিযুদ্ধে সরাসরি নেতৃত্ব দিয়েছেন তাজউদ্দীন আহমদ, যিনি মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সেই প্রেক্ষিতে সারজিস আলম প্রশ্ন তোলেন, “তাজউদ্দীন আহমদের মতো একজন প্রকৃত মুক্তিযোদ্ধার স্বীকৃতি কীভাবে বাতিল হতে পারে?”তিনি মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও সমালোচনা করে বলেন, “যারা আওয়ামী আমলে ভুয়া মুক্তিযোদ্ধা সেজে সুযোগ-সুবিধা নিচ্ছেন, তাদের খুঁজে বের করে সনদ বাতিল করাই ছিল মন্ত্রণালয়ের কাজ। কিন্তু যারা মাঠে থেকে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের তালিকা থেকে বাদ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
সারজিস আলম তার পোস্টে ইতিহাস বিকৃতির বিপক্ষে অবস্থান নিয়ে আরও বলেন, “ইতিহাস যেন কখনো ক্ষমতাসীনদের পক্ষে না হয়। ইতিহাসকে ইতিহাসের মতো করেই চলতে দেওয়া উচিত।”
Leave a Reply