প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৫, ১০:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২৫, ৮:৫৮ অপরাহ্ণ
যশোরের শার্শায় যুবক খুন, প্রধান অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর।।
যশোরের শার্শায় মাদক কারবারীদের ছুরিকাঘাতে সবুজ (২২) নামে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় মূল অভিযুক্ত সোহেল রানাকে (২৮) আটক করেছে পুলিশ।তাকে বৃহস্পতিবার (৫ জুন) ভোর ৫ টায় উপজেলার জামতলা টেংরা হাইস্কুলের সামনে থেকে আটক করা হয়। আটক সোহেল রানা বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের রমজান শেখের ছেলে।বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে আটকের বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (নাভারণ) সার্কেল নিশাত আল নাহিয়ান।
পুলিশ জানায়, বুধবার রাত ১০ টার দিকে উলাশী ইউনিয়নের খাজুরা গ্রামের মধ্যে অবস্থিত দক্ষিণ বুজরুজ বাগানগামী মাটির রাস্তার উপর থেকে স্থানীয়রা ছুরিকাঘাতে রক্তাক্ত দুই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সবুজ (২২) নামে এক যুবককে মৃত্যু হয়। অপর জন আহত রাজু (২২) কে হসপিটালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালের মর্গে প্রেরণ করে। বিষয়টি লোমহর্ষক ঘটনা হওয়ায় পুলিশ ঘটনার তদন্তে নামে এবং হত্যাকান্ডের ৯ ঘন্টার ব্যবধানে হত্যাকারী সোহেল রানাকে আটক করেন।
তিনি আরো জানান, নিহত সবুজ, রাজু ও তাদের সঙ্গী কালু ঘটনার দিন রাতে মাঠে কলাবাগান পাহারা দিচ্ছিলেন। রাত ১০ টার দিকে আসামী সোহেল রানা ও তার সহযোগী আল আমিন ওই পথ দিয়ে ৫০ পিস ইয়াবা নিয়ে যাচ্ছিলো । এসময় নিহত সবুজ তাদের গায়ে টর্চলাইট মারে এবং দাঁড়াতে বলে পরিচয় জানতে চায়। তখন তারা জানায়, তারা দক্ষিণ বরুজবাগান গ্রামের রফিকুল ইসলামের ছেলে নুরুন্নবী ওরফে বাবুর লোক ।
বাবুকে ফোন কল দিতে গেলে সবুজ ফোন কেঁড়ে নেয়। পরে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় । এক পর্যায়ে ঘাতক সোহেল রানা তার কাছে থাকা চাকু দিয়ে প্রথমে রাজুকে আঘাত করে। পরে সবুজ প্রতিরোধ করতে গেলে তাকে ছুরি মারে।
স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।