1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৪ জুন ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন

সীমান্তে কড়াকড়ি সতর্কতা জারি,ভারতে করোনার সংক্রমণ

  • আপডেট টাইম : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৫৬ বার

আবির আহমেদ।।

ভারতের বিভিন্ন অঞ্চলে আবারও নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকার সব স্থল, নৌ এবং আন্তর্জাতিক বিমানবন্দরে কড়া স্ক্রিনিংসহ স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে।

চলতি মাসের ৪ জুন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব পদক্ষেপের কথা জানানো হয়। এতে বলা হয়, ভারতসহ অন্যান্য দেশ থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে ইমিগ্রেশন এবং আইএইচআর হেলথ ডেস্কের সহায়তায় কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৮ জুন) সকালে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে দেখা যায়, ভারত থেকে ফেরা যাত্রীদের করোনার উপসর্গ আছে কিনা তা প্রাথমিকভাবে পরীক্ষা করা হচ্ছে।

ভারতফেরত যাত্রী পরিতোষ মণ্ডল জানান, চিকিৎসার জন্য ১০ দিন আগে ভারতে গিয়েছিলেন। দেশে ফিরে দেখেছেন, বাংলাদেশে আগত যাত্রীদের করোনা পরীক্ষা করা হচ্ছে। তাঁর ভাষায়, “ভারতে কোথাও কোনো পরীক্ষা হয়নি।”

আরেক যাত্রী সীমা রানিও একই অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “ভারতে নতুন করে সংক্রমণের খবর শুনিনি, তবে দেশে ফিরে এসে দেখি করোনা পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে।

বেনাপোল ইমিগ্রেশনের উপ-সহকারী মেডিকেল অফিসার আব্দুল মজিদ জানিয়েছেন, ভারতের কিছু এলাকায় জেনেটিক সিকোয়েন্স পরীক্ষায় ওমিক্রনের এক্সবিবি ধরন শনাক্ত হয়েছে। এই সংক্রমণ যাতে বাংলাদেশে না ছড়ায়, সে লক্ষ্যে সব ভারতফেরত যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, করোনা ভাইরাসের এই নতুন ধরনটি—‘কোভিড-ওমিক্রন এক্সবিবি’—আগের চেয়ে বেশি ভয়ংকর। যদিও এখনো বাংলাদেশে এই ভ্যারিয়েন্টে কেউ আক্রান্ত হননি, তবে আগাম সতর্কতার জন্য জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

কোভিড-ওমিক্রন এক্সবিবির উপসর্গগুলোর মধ্যে রয়েছে—জ্বর, কাশি ছাড়াও মাথাব্যথা, গলা ও জয়েন্টে ব্যথা, নিউমোনিয়া, ক্ষুধামান্দ্য ইত্যাদি। বিশেষজ্ঞদের মতে, এটি ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে পাঁচ গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুহারও বেশি।

যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল জানান, ইতোমধ্যে ঢাকায় এবং রাজশাহীতে নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত বেশ কয়েকজন রোগী শনাক্ত হয়েছেন। ফলে যশোরে আগেভাগে প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, “কোভিড-ওমিক্রন এক্সবিবি আগের মহামারির চেয়েও ভয়ংকর। তাই আমাদের সবাইকে আরও বেশি সতর্ক ও সচেতন হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews