নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি।।
নেছারাবাদের ঐতিহ্যবাহী শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের ২০০৫ সনের এইচএসসি ব্যাচের বন্ধু বান্ধবীদের নিয়ে ঈদ পরবর্তী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। চায়ের আড্ডা (এইচ এস সি ব্যাচ – ২০০৫) শ্লোগানে রবিবার (৮ জুন) বিকেলে উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের ক্যাম্পাসে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই বন্ধু-বান্ধবীদের নিযে কেক কেটা হয়, ফটোসেশন, চায়ের আড্ডা, আলাপ আলোচনা, একে অপরের খোঁজখবর নেয়া, খেলাধুলার আয়োজন করা, পুরস্কার বিতরণ, সবশেষে স্মৃতি স্বরূপ সকলকে উপহার দেওয়া।
এইচ এস সি ব্যাচ – ২০০৫ চায়ের আড্ডা আয়োজনের অন্যতম সমন্বয়ক বাণিজ্য বিভাগের ছাত্র মো. শামীম হাসান জানান বিগত ২০ বছর পূর্বে এই কলেজ থেকে আমরা পাশ করেছি কিন্তু অনেক বন্ধুদের সাথে কোন যোগাযোগ নেই তাই আমাদের বন্ধু-বান্ধবীদের সাথে যোগাযোগ রাখার জন্য এই আয়োজন। আগামীতে আমরা এইচ এস সি ব্যাচ – ২০০৫ সনের বন্ধুদের নিয়ে আয়োজন অব্যাহত রাখব।
জানা যায়, গত এক মাসের মধ্যে ফেসবুক মেসেঞ্জার এর গ্রুপের মাধ্যমে এইচ এস সি ব্যাচ – ২০০৫ সনের বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখার ৫০ জন বন্ধুর সাথে আলাপ-আলোচনা করে আজকের এই চায়ের আড্ডার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আগামীতে এইচ এস সি ব্যাচ – ২০০৫ সনের বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখার সকল বন্ধু বান্ধবীদের নিয়ে বনভোজনের আয়োজন করা হবে।
Leave a Reply