বারোবাজার – প্রতিনিধি
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজারের শাপলা প্রি-ক্যাডেট স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক মোঃ জাকির হোসেন স্যার এবং জিয়াউল কবির (জিয়া) স্যারের গায়ে হাত তোলার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা এই ধরনের জঘন্য কর্মকাণ্ড করেছে তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য বারোবাজার বাসীর কাছে অনুরোধ রইলো । শাপলা স্কুলের শিক্ষার্থী এবং স্যারের একজন ছাত্র হিসাবে তীব্র নিন্দা জানাচ্ছে ছাত্র জনতা।
ঘটনা –
জিয়া স্যার ক্লাস নেওয়ার সময় স্যার তার ছাত্র কে স্কেল দিয়ে আঘাত করে। পরে সেই ছাত্র বাসায় জানালে তার ৬-৭ জন্ অবিভাবক নিয়ে স্যারের উপরে হামলা চালায়। সেখানে জনাব জাকির হোসেন স্যার বাঁধা দিতে গেলে তাকেও মারধর করে। একজন শিক্ষক তার ছাত্রকে মারতেই পারে। কিন্তু স্যারদের মারা অন্যায়। যারা এই জঘন্য ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তির আওতায় আনা হোক। ছাত্র জনতার দাবি।
Leave a Reply