নিজস্ব প্রতিবেদক
আজ (২১শে জুন)শনিবার রাজধানীর খিলক্ষেত থানায় বিএনপি আয়োজিত ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সাবেক বিএনপি প্রার্থী, জনতার এমপি এস এম জাহাঙ্গীর।
এ সময় উপস্থিত ছিলেন খিলক্ষেত থানা বিএনপি’র আহ্বায়ক হাজী এস এম ফজলুর রহমান, সাবেক যুবদল নেতা মনিরুজ্জামান মনি, যুবদল নেতা মাহফুজুর রহমান বাবুসহ অনেকেই।
বিএনপির নেতারা জানান, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে ৩১ দফা বাস্তবায়নের প্রচার চলছে। সেই অংশ হিসেবে আজকের এই কর্মসূচির আয়োজন করা হয়।
এস এম জাহাঙ্গীর বলেন, “এই কর্মসূচির উদ্দেশ্য জনগণকে ৩১দফা সম্পর্কে সচেতন করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির অবস্থান তুলে ধরা।”
খিলক্ষেত থানা বিএনপির নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন কর্মসূচিতে। তারা লিফলেট বিতরণ করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং বিএনপির অবস্থান তুলে ধরেন।
বিএনপির নেতারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র ফিরিয়ে আনবে বিএনপি।
Leave a Reply