কালিগঞ্জ উপজেলা, প্রতিনিধি
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ জুন) বিকেলে ইউনিয়ন বিএনপির হামিদ গ্রুপের ব্যানারে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বারবাজার বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, কিছু দুষ্কৃতিকারী ব্যক্তি এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও মাদকের ব্যবসা করে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন।
প্রতিবাদ কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
Leave a Reply