নিউজ ডেক্স,
এক সময় ফেসবুক ছিল শুধুই বন্ধুদের সঙ্গে সংযোগ স্থাপন, মেসেজ পাঠানো বা ছবি শেয়ার করার মাধ্যম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি পরিণত হয়েছে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ইকোসিস্টেমে, যেখানে বিনোদন, ব্যবসা, বিপণন, ব্র্যান্ডিং ও আয়ের সবকিছুই একত্রিত হয়েছে।
বাংলাদেশসহ সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ ফেসবুকে নিজেদের ব্যবসা চালাচ্ছেন বা কনটেন্ট তৈরি করে মাসে লাখ লাখ টাকা আয় করছেন।
মেটা সম্প্রতি ঘোষণা দিয়েছে, ফেসবুকে আপলোড করা সব ভিডিও—ছোট হোক বা বড়—স্বয়ংক্রিয়ভাবে রিলস হিসেবেই প্রকাশিত হবে।
অর্থাৎ, আগে যেমন ব্যবহারকারী আলাদা করে ভিডিও অথবা রিলস বেছে নিতে পারতেন, এখন থেকে সেই বিকল্প আর থাকছে না। দুটোই এক হয়ে যাচ্ছে, এবং আয় হবে কেবল রিলস ভিউয়ের ওপর ভিত্তি করে।
মেটার লক্ষ্য হচ্ছে ফেসবুকের ভিডিও কনটেন্ট ব্যবস্থাপনাকে সহজতর, দ্রুতগামী এবং মোবাইল-কেন্দ্রিক করা। বর্তমান সময়ের ট্রেন্ড হলো শর্ট ভিডিও কনটেন্ট, যেমন TikTok বা Instagram Reels-এর মতো ফরম্যাট।
মেটা চায়, ব্যবহারকারীরা একসঙ্গে ভিডিও তৈরি, সম্পাদনা এবং পোস্ট করতে পারুক এক প্ল্যাটফর্মেই।
Leave a Reply